ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯৫তম মিনিটের গোলে নাটকীয় জয় জার্মানদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ০১:৫৭:৩৪
৯৫তম মিনিটের গোলে নাটকীয় জয় জার্মানদের

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মেক্সিকো জেতায় এই ম্যাচে জার্মানিকে জিততেই হবে। ড্র কিংবা হারেও কাজ হবে না জোয়াকিম লোর শিষ্যদের। অন্যদিকে জার্মানির বিপক্ষে ড্রয়েই সুইডেনকে পৌঁছে দেবে শেষ ষোলোতে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মান একাদশে থাকছেন না ম্যাট হ্যামেলস। তার পরিবর্তে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পড়েছে রুডিগারের। এই ম্যাচে জার্মান একাদশে থাকছেন না মেসুত ওজিল ও গুন্দোগান। প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের একাদশে থাকছেন না মেসুত ওজিল। ও গুন্দোগান। প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের একাদশে থাকছেন না মেসুত ওজিল। এখন পর্যন্ত জার্মানির হয়ে ২৬টি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই শুরু থেকে ছিলেন এই আর্সেনাল তারকা।

ম্যাচের স্কোরকার্ডঃ ৮০ মিনিটের খেলা শেষে ম্যাচের ফলাফল র্জামানি ২ সুইডেন ১।

জার্মানি একাদশ: নয়্যার, হেক্টর, রুডিগার,রুডি, ড্রাক্সলার, ক্রুস, ভেরনার, রয়েস, মুলার, বোয়াটেং, কিমিখ।

সুইডেন একাদশঃ রবিন ওলসেন, মিকায়েল লাসটিগ, ভিক্টর নিলসন লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট, লুডউইগ অগাস্টিনসন, সেবাস্তিয়ান লারসন, আলবিন একদাল, এমিল ফরসবার্গ, ভিক্টর ক্লায়েসন, মার্কাস বার্গ, ওলা তোইভোনেন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে