ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দারুণ সুখবর পেল ব্রাজিল; দ্বিতীয় রাউন্ডের পথ সহজ হয়ে গেল নেইমারদের!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ১৮:৪০:৩৯
দারুণ সুখবর পেল ব্রাজিল; দ্বিতীয় রাউন্ডের পথ সহজ হয়ে গেল নেইমারদের!

অভিযোগ,সার্বিয়ার-সুইজারল্যান্ড ম্যাচ জয়ের পর এই দুই সুইস ফুটবলার যে ঈগল চিহ্ন দেখিয়েছেন তাতে প্রতিদ্বন্দ্বীদের অপমান করা হয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখতে ফিফার তরফে তদন্ত শুরু হচ্ছে৷ রুশ সংবাদসংস্থা তাস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে এই খবর৷ এই রেশ ধরেই পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন শাকিরি এবং শাকা।

ফলে, গ্রুপ পর্বের শেষ ম্যাচ কোস্টারিকার বিপক্ষে থাকবেন না এই দুই তারকা। সুইজারল্যান্ড এর দুইজন কে ছাড়া সুইচদের জয় বেশ অসম্ভবই বলা যায়। সেক্ষেত্রে সুবিধা পাবে ব্রাজিল। সুইচরা হেরে গেলে সহজে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে ব্রাজিল।

সাকা ও সাকিরি দুজনেই আলবেনিয়ান বংশোদ্ভূত৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইচ্ছাকৃতভাবেই বিজয় উল্লাস দেখাতে গিয়ে আলবেনিয়ার জাতীয় পতাকায় থাকা ঈগলের চিহ্নকে হাতের অঙ্গভঙ্গিতে প্রকাশ করেছেন৷এই ধরণের উল্লাস ঘিরে সার্বিয়া ক্ষুব্ধ৷

কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কমিউনিস্ট সোভিয়েত শিবিরে থাকা যুগোশ্লোভিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আলবেনিয়া৷শীতল যুদ্ধের আবহে সেই সম্পর্ক ক্রমেই জটিল হয়েছে৷

গত ২২ জুন সার্বিয়া বনাম সুইজারল্যান্ডের ম্যাচ ছিল কালিনিনগ্রাদে৷ সুইসরা ২-১ গোলে সার্বিয়ানদের পরাজিত করে৷ সেই ম্যাচে গোল করেই দুই সুইস ফুটবলার ঈগল চিহ্ন দেখান৷ কেন তাঁরা এমন কাণ্ড ঘটালেন সেই দাবি তুলে সার্বিয়ার অভিযোগ,অযথা দর্শকদের ভাবাবেগে আঘাত করেছেন দুই আলবেনীয় বংশোদ্ভূত সুইস ফুটবলার৷

এদিকে বিতর্ক আরও একটি বিষয়ে৷ সেই ম্যাচেই সুইস ফুটবলার সাকিরি যে বুট পরেছিলেন তার রং সুইজারল্যান্ড ও কসোভোর পতাকা ছিল৷ ম্যাচের পরেই সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে অভিযোগ দায়ের করে৷ তাতে বলা হয়েছে,দুই সুইস খেলোয়াড় ইচ্ছে করেই সার্বিয়ানদের অপমান করেছেন৷ সেই অভিযোগ খতিয়ে দেখছে ফিফার তদন্তকারী দলটি৷

২০০৮ সালে সার্বিয়া থেকে ছিন্ন হয়েছে কসোভো৷ পরে তারা ফিফা তালিকাভুক্ত হয়৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে