ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুইদিনব্যাপী ভ্রমণ শেষে অবশেষে অ্যান্টিগায় পৌছালো টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ২০:০১:১৫
দুইদিনব্যাপী ভ্রমণ শেষে অবশেষে অ্যান্টিগায় পৌছালো টাইগাররা

ভিসা জটিলতায় দলের সাথে সফর করতে পারেনি মিরাজ। খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে জাতীয় দলের ম্যানেজার সাব্বির খানও একই সমস্যায় পড়েছেন। রবিবারের মধ্যে পাসপোর্ট পাওয়ার কথা মিরাজ ও সাব্বির খানের। পাসপোর্ট হাতে পেলেই ক্যারিবিয়ান দীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মিরাজরা। দলের সাথে সফর করতে পারেনি অধিনায়ক সাকিব আল হাসানও।

ঈদের ছুটিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে সরাসরি অ্যান্টিগায় দলের সাথে যোগ দেয়ার কথা সাকিব আল হাসানের। আগামী মাসের চার তারিখ অ্যান্টিগায় প্রথম টেস্টের আগে আগামী ২৭-২৮ জুন দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকায়। ১২ জুলাই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর ২২, ২৫, ২৮ জুলাই তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ছোট ফরম্যাটের ক্রিকেটে উইন্ডিজদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ৩১ জুলাই সেন্ট কিটসে প্রথম টি-টুয়েন্টি ম্যাচের পর ৪ ও ৫ আগস্ট ফ্লোরিডায় দ্বিতীয় ও শেষ টি- টুয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে