ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেন এত সৌম্য প্রীতি?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৬ ০১:১২:৪৫
কেন এত সৌম্য প্রীতি?

কিন্তু প্রশ্ন হলো প্রথম ম্যাচের ব্যর্থ সৌম্যকে দ্বিতীয় ম্যাচেও কেন রাখা হয়েছে একাদশে? আর কেনইবা এত সৌম্য প্রীতি?

টেস্টের কথা না হয় বাদই দেওয়া হলো। ওয়ানডে, টি-টোয়েন্টি, ‘এ’ দল এবং ঘরোয়া ক্রিকেট লিগ মিলে সর্বশেষ ২৬ ইনিংসে কোনো ফিফটির মুখ দেখেননি সৌম্য সরকার। শেষ ছয়টি একদিনের ম্যাচে তার পরিসংখ্যান ০, ২৮, ৩, ৩, ০, ৮।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তার পরিসংখ্যান আরো ভয়ানক। ৩৭ টি টি-টোয়েন্টি খেলে কেবল একটি হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। গত ৯ মাচে তার ব্যাট থেকে এসেছে ০, ১৪, ২৪, ১, ১০, ১, ৩ ,১৫, ০। আর আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে করেছেন ১৮ বলে ১৪ রান। যেটা একজন ওপেনারের জন্য চরম লজ্জা জনক।

প্রতিপক্ষ ঘরের কিংবা বাহিরের কারো বিপক্ষেই হাত খুলে খেলতে পারছেন না সৌম্য। কিন্তু তবুও বারবার একাদশে সুযোগ দেওয়া হয় তাকে। শেষ তিন বছরে তার চোখে পড়ার মত কোন ইনিংসই নেই। তাহলে একাদশে তার উপস্থিতিটা কি শুধুই জায়গা নস্ট করা নয়?

আগামী বছরই বিশ্বকাপের পর্দা উঠবে। এখনই টাইগারদের স্কোয়াড তৈরি করার উপযুক্ত সময়। আর এমন সময়ে নতুনদের সুযোগ না দিয়ে বার বার একজন ব্যর্থ ব্যাটসম্যানকে সুযোগ দিয়ে নকি সঠিক কাজ করছেন নির্বাচকরা? তাছাড়া আর কতদিন সৌম্য ছন্দহীনভাবে খেলে যাবে বাংলাদেশের একাদশে?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে