ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের বাইরের লিগ বাদে যে খেলা বাধ্যতামুলক করবে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৪ ১৫:০৬:৪০
ক্রিকেটারদের বাইরের লিগ বাদে যে খেলা বাধ্যতামুলক করবে বিসিবি

এছাড়া বিদেশের মাটিতে টেস্টে ভালো করতে ঘরোয়া ক্রিকেটে লঙ্গার ভার্সনের জন্য অনুরূপ উইকেট তৈরির কথাও জানিয়েছেন তিনি।

জালাল ইউনুস বলেন, ‘ দুইটা ভেন্যুতে আমরা গ্রাস উইকেট করতে চাচ্ছি। ন্যাশনাল লিগের খেলাগুলোও সেইসব ভেন্যুতে করা হবে। যদি কেউ ন্যাশনাল লিগ মিস করে তাহলে তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠবে যে, তারা খেলতে পারবে কিনা। অনানুষ্ঠানিক সিদ্ধান্ত ছিলো যে, তাদের খেলতেই হবে কিন্তু কোনো শাস্তির বিধান ছিলো না। তবে, এখন চিন্তা ভাবনা হচ্ছে যে, এই ব্যাপারে আমরা কোন আইনি কাঠামো দাড় করাতে পারি কিনা।’

এদিকে, আগামী বছর ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর। এবারো থাকবে গত আসরের সাত দলই। আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় গত আসরে বাদ পড়া ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলসের এ আসরেও থাকার সম্ভাবনা কম। এমনটাই জানালেন জালাল ইউনুস।

এছাড়া, বিপিএলে ফিক্সিং রোধে আকসুর সতর্ক অবস্থানের বিষয়টিও জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির প্রধান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে