ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হঠাৎ প্রথম আলোর সব নিউজ উধাও...

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৪ ২০:৩২:২৩
হঠাৎ প্রথম আলোর সব নিউজ উধাও...

মঙ্গলবার দুপুরের আগ পর্যন্ত কখনো প্রথম আলো অনলাইন ভার্সন পাওয়া যাচ্ছিল আবার কখনো পাওয়া যচ্ছিল না। তবে বিকেলের দিকে সমস্যা বাড়তে থাকে। সন্ধ্যার দিক থেকে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমটিতে আর কোন নিউজ দেখা যায়নি।

এ বিষয়ে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সার্ভার পরিবর্তনসহ অন্যান্য কারিগরি সমস্যার কারণে পত্রিকাটির অনলাইন ভার্সনে ঢোকা যাচ্ছে না। তবে তারা চেষ্টা করছেন যেন, অল্প সময়ের মধ্যেই প্রথম আলো অনলাইন স্বাভাবিক হয়। ধারণা করা হচ্ছে, প্রথম আলোর এই অবস্থা আরো কয়েক ঘণ্টা থাকবে।

১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম প্রকাশিত হয় পত্রিকাটি। সংবাদ মাধ্যমটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মতিউর রহমান। ২০০৮ সাল থেকে তিনি পত্রিকাটির প্রকাশকের দায়িত্বও পালন করেন। পত্রিকাটির শ্লোগান ছিল 'যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো'। ২০০৮ সালে এই শ্লোগানটি পাল্টে ফেলা হয়। নতুন শ্লোগান নির্ধারণ করা হয় 'বদলে যাও, বদলে দাও'।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে