ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকাকে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড গড়লো শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৪ ২১:৪০:২৬
দক্ষিণ আফ্রিকাকে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড গড়লো শ্রীলঙ্কা

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি প্রোটিয়াদের। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। কোন প্রোটিয়া ব্যাটসম্যানই পার হতে পারেনি ২০ রানের কোটা। দলের পক্ষে অধিনায়ক কুইন্টন ডি কক সর্বোচ্চ ২০ রান করেন। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।

লঙ্কানদের পক্ষে লাক্সান সান্দাকান ৩টি, এছাড়া আখিলা ধনঞ্জয় ও ধনঞ্জয় ডি সিলভা ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ৯৮/১০(১৬.৪) ডি কক- ২০, ক্লাসেন- ১৮। সান্দাকান- ৩/১৯, ধনঞ্জয়- ২/১৫।

এর আগে শুরুতেই সিরিজের দুইটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলেও পরের দুই ম্যাচে জয় পায় স্বাগতিকরা।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটিতে জিতেছে শ্রীলঙ্কা। আর পাঁচটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নয় ম্যাচের মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মাটিতে। এর মধ্যে তিনটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা একাদশ– হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেনরিকস, জেপি ডুমিনি (অধিনায়ক), হেনরিচ ক্লাচেন, ডেভিড মিলার, পেহলিকুয়াহ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, তবরিজ শামসী, জুনিয়র ডালা,

শ্রীলঙ্কা একাদশ : কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্ডিমাল, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লাক্সান সান্দাকান, আখিলা ধনঞ্জয়, কাসুন রাজিথা, ইসুরু উদানা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে