ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন মুখ তিন জন, বাদ পড়েছেন ছয় জন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৫ ০০:২২:১৫
নতুন মুখ তিন জন, বাদ পড়েছেন ছয় জন

ঘোষিত এই স্কোয়াডে নতুন মুখ তিন জন- শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং ফজলে রাব্বি মাহমুদ। সম্প্রতি আয়ারল্যান্ডে এ’দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছেন এই তিন ক্রিকেটার।

এদিকে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন-তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক। এ’দলের হয়ে আয়ারল্যান্ডে ইনজুরিতে পড়ার কারণে স্কোয়াডে রাখা হয় নি তাসকিনকে।

উল্লেখ্য, ঈদ-উল-আযহার পরে ২৭ আগস্ট শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প।

এক নজরে এশিয়া কাপের জন্য ঘোষিত ৩১ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দলঃ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচি-

১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – দুবাই১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল – দুবাই১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান – আবু ধাবি১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল – দুবাই১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান – দুবাই২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবি

সুপার ফোর পর্ব-

২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ‘ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ বিজয়ী২৫ সেপ্টম্বর– গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ২৬ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে