ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পছন্দের চার ক্রিকেটারকে রেখে দিয়েছে ভিক্টোরিয়ান্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০১ ১৮:৩৫:৫৫
পছন্দের চার ক্রিকেটারকে রেখে দিয়েছে ভিক্টোরিয়ান্স

নতুন নিয়ম অনুযায়ী চারজন ক্রিকেটারকে দলে রেখে দিতে পারবে ফ্রেঞ্চাইজি গুলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় সূত্রে জানা গেছে, অধিনায়ক তামিম ইকবাল, ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাসের সাথে বিদেশি কোটায় পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে আসন্ন মৌসুমের জন্য রেখে দিয়েছে দলটি।

তামিম ইকবাল গত দুই মৌসুম ধরে কুমিল্লার নেতৃত্ব দিয়ে আসছেন। ফর্মে আছেন ইমরুল কায়েস ও লিটন দাসও। আর শোয়েব মালিকের অভিজ্ঞতা ও ফর্ম সব কিছু বিবেচনা করেই আসন্ন মৌসুমের জন্য রেখে এই পাকিস্তানি অলরাউন্ডারকে দলে রেখে দিয়েছে কুমিল্লা।

বিপিএলের ষষ্ট আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের ২৫ তারিখ। গতবার বিপিএল খেলেছেন, এমন ক্রিকেটাররা এবারের ড্রাফটে নিবন্ধিত থাকবে। তবে অনিবন্ধিত দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে দল গুলো।

এদিকে জাতীয় নির্বাচনের কারণের বিপিএলের ষষ্ট আসরের সময় সূচি পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর মাঠে গড়াবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে