ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাফিসের দুর্দান্ত সেঞ্চুরি, দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৮ ১৫:৩৮:৩৮
নাফিসের দুর্দান্ত সেঞ্চুরি, দেখুন সর্বশেষ স্কোর

নাফিস অপরাজিত আছেন ১০১ রানে। অপরপ্রান্তে ৪৪ রান নিয়ে ব্যাট করছেন সামসুল রহমান। বর্তমানে রাজশাহীর বিপক্ষে ১৩৩ রানের লিড নিয়েছে বরিশাল।

এর আগে ম্যাচের প্রথম দুই দিন বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছিল। তৃতীয় দিন সকালে টসে হেরে ব্যাটিং করতে নেমে রাজশাহীর বোলারদের তোপে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় বরিশাল।

৩০ রানে ৪ উইকেট শিকার করে বরিশালকে অলআউটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অলরাউন্ডার ফরহাদ রেজা। এছাড়াও মুক্তার আলি এবং তাইজুল ইসলাম উভয়েই ২টি করে উইকেট তুলে নেন। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান এসেছে নুরুজ্জামানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন আল-আমিন।

জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ১৫৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী। রাজশাহীর ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর পেছনে কৃতিত্ব ছিল বরিশালের প্রায় সকল বোলারেরই। তবে ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন স্পিনার সোহাগ গাজি।

রাজশাহী বিভাগ একাদশ-

মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, জহুরুল ইসলাম (অধিনায়ক), সাব্বির রহমান, হামিদুল ইসলাম (উইকেটরক্ষক), ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, মুক্তার আলি, তাইজুল ইসলাম, আব্দুল গাফফার।

বরিশাল বিভাগ একাদশ-

শাহরিয়ার নাফিস, রাফসান আল-মাহমুদ, সালমান হোসেন, আল-আমিন, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজি, নুরুজ্জামান, শামসুল ইসলাম, মনির হোসেন (উইকেটরক্ষক), কামরুল ইসলাম রাব্বি (অধিনায়ক), তানভির ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে