ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজকের ম্যান অব দ্যা ম্যাচ হলেন যে টাইগার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৯ ১৮:০৭:৪৪
আজকের ম্যান অব দ্যা ম্যাচ হলেন যে টাইগার

কিন্তু পরে ওপেনার হ্যামিলটন মাসাকাদজার সঙ্গে ব্যাট হাতে দলের হাল ধরেন এলটন চিগুম্বুরা। ১০২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ৪৫.২ ওভারে ১৭৮ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৮ রান করেই রান আউটের শিকার হয়ে সাঝঘরে ফেরেন মিজানুর রহমান। এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও ফজলে রাব্বি। তবে ১৩ রান করে মুসাকান্দাকে ক্যাচ দিয়ে সিকান্দার রাজার বলে ফেরেন রাব্বি।

এরই মধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন সৌম্য। ৬১ বলে ৬ চার ১ ছয়ে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান। সৌম্য ১০০ ও এদিকে সেচ্ছায় মাঠ ছেড়েছেন মোসাদ্দেক হোসেন ৩৫ রান করে। আজ জিম্বাবুয়ের বিপক্ষ্যে প্রস্তুতি ম্যচে বিসিবি একাদশের হয়ে ১৩ চার এবং ১ ছয়ের সাহায্যে সেঞ্চুরি পূরণ করলেন তিনি! অবশেষে ৮ উইকেটে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যান অব দ্যা ম্যাচঃ সৌম্য সরকার

বিসিবি একাদশ: সৌম্য সরকার (অধিনায়ক), আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, ফজলে রাব্বী, মোসাদ্দেক হোসেন সৈকত, মিজানুর রহমান, মোহর শেখ, নাঈম হাসান, ইমরান আলি, ইবাদত হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান।

জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই সাতারা, কেফাস ঝুওয়াও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে