ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ মুহূর্তে কেন বারবার হারে বাংলাদেশ, কি বললেন মনোবিদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৯ ১৯:০৬:০১
শেষ মুহূর্তে কেন বারবার হারে বাংলাদেশ, কি বললেন মনোবিদ

মাশরাফিদের সাথে সেশন করার পর আজ তার উপলব্ধিগুলো সাংবাদিকদের জানান তিনি। তার মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিলো কেনই বা বারবার শেষ মুহূর্তে হারছে বাংলাদেশ। আজাহারের মতে,‘আমরা প্রায় সব দলকেই হারাচ্ছি, সেই অভিজ্ঞতা আমাদের আছে। এই বিশ্বাসটা যখন আরও শক্ত হবে, তখন ধারাবাহিকতা আরও বাড়বে। আমরা টুর্নামেন্টগুলোয় যখন চূড়ান্ত সাফল্যের কাছাকাছি চলে আসি, তখন কিন্তু প্রত্যাশার চাপ অনেক বেড়ে যায়। তখন মানসিকভাবে শক্ত না হওয়ায় আমরা সেটাকে (ছন্দ) ধরে রাখতে পারি না। যদি আমরা মস্তিষ্কের পেশি উন্নত করতে পারি তাহলে এটা সম্ভব।’

এই তো গেল সমস্যার কথা। কিন্তু এর সমাধান কি? আজাহারের ভাষায় কঠিন পরিস্থিতিতে শরীরী ভাষায় পিছিয়ে থাকা যাবে না। নিজের সঙ্গে কথা বলতে হবে। হারলে কী হবে, সেটি ভেবে নিজের ওপর অহেতুক চাপ নেওয়া যাবে না। মোট কথা মানসিকভাবে কখনো পিছিয়ে পড়া চলবে না। ক্রিকেটে যতটা না স্কিলের খেলা, তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক—সেটিই যদি হয়, কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে শক্ত থাকাই হচ্ছে সাফল্যের সূত্র।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে