ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রফি হাতে নিয়ে যাকে দেওয়ার জন্য খুঁজলেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ০০:৩১:৩২
ট্রফি হাতে নিয়ে যাকে দেওয়ার জন্য খুঁজলেন মাশরাফি

জবাবে সাত উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।এই সিরিজে সিরিজ সেরা হয়েছেন ইমরুল কায়েস। অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। এরপরেই তার হাতে ট্রফি দিলেন বিসিবি সভাপতি।

আর ট্রফি হাতে নিয়েই একজন মানুষকে খুজতেছিলেন মাশরাফি। এরপরেই বলতেছিলেন ইমরুল কই? তারপরে ইমরুলকে কাছে পেয়ে তিনি ইমরুলের হাতে তুলে দেন ট্রফি।

জিম্বাবুয়ের দেয়া বিশাল টার্গেট খুব সহজেই টপকে সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২৮৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে সাত উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।

জবাবে খেলতে নেমে ব্যাটিং করছে বাংলাদেশ। সৌম্য সরকার ও ইমরুল কায়েসের ব্যাটে এগিয়েছে বাংলাদেশের রান সংখ্যা। সৌম্য সরকার ব্যক্তিগত ১১৭ রানে বিদায় হলেও গড়ে গেছেন এক রেকর্ড। তা হলো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নিজেদের মাটিতে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। তাদের জুটি ২২০ রানের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে