ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ভাই, আমাকে খেলতে দেন’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ০০:৩৮:০৫
‘ভাই, আমাকে খেলতে দেন’

শঙ্কায় ফেলে দিয়েছিলেন তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটিকে। যা দখলে আছে বাবর আজমের। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোট ৩৬০ রান করেছিলেন তিঁনি। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইমরুল সব মিলিয়ে রান করেছেন ৩৪৯।

ইমরুলের বিরুদ্ধে পুরনো অভিযোগ এক ম্যাচে রান পেলে দশ ম্যাচে নেই। জিম্বাবুয়ের বিপক্ষে হয়ত সেই অপবাদ ঘুচানোর জন্যই মাঠে নেমেছিলেন তিঁনি। সফলও হয়েছেন। বাংলাদেশের হয়ে টানা তিন ম্যাচে নব্বইয়ের অধিক রান করা একমাত্র ব্যাটসম্যান তিঁনি।

ধারাবাহিকতার দারুণ নজির গড়েও পা মাটিতেই রাখছেন ইমরুল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই ওপেনার জানিয়েছেন তিন ম্যাচের ধারাবাহিকতা আগামী ম্যাচগুলোতেও ধরে রাখতে চান তিঁনি।

“ভাই আমারে খেলতে দেন আমি অতো কিছু জানি না। কীভাবে কি। এত বড় প্লেয়ার হই নাই এখনো। তিনটা ম্যাচ ভাল খেলেছি আর চেষ্টা করব বাকি ম্যাচগুলো ভাল খেলার।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে