ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোডসের চোখে কে সেরা অধিনায়ক, সাকিব নাকি মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০১ ১৬:৩৫:০৩
রোডসের চোখে কে সেরা অধিনায়ক, সাকিব নাকি মাশরাফি

বাঁহাতি এই অলরাউন্ডারকে তাঁর কাছে সব থেকে বেশী ট্যাকটিকাল মনে হয়েছে। তবে সাকিবকে সব থেকে যোগ্য মনে হলেও ওয়ানডে দলপতি মাশরাফি’র অধিনায়কত্বেও প্রভাভিত হয়েছেন তিনি। কাপ্তান মাশরাফিকে যোদ্ধা বলে আখ্যায়িত করেছেন রোডস।

ওয়ানডে দলপতির সঙ্গে কাজ করাটা উপভোগ করেন তিনি। দলকে সামনে থেকে দারুণ ভাবে নেতৃত্ব দিতে পারেন মাশরাফি জানিয়েছেন এই ইংলিশম্যান।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে সংবাদমাধ্যমকে রোডস বলেন, ‘এখন পর্যন্ত সাকিবকে আমি সব থেকে বেশি যোগ্য হিসেবে খুঁজে পেয়েছি কাজ করার ক্ষেত্রে। আমি এর আগেও অনেক অধিনায়কের সাথে কাজ করেছি। তবে সাকিব হল সব থেকে সেরা ট্যাকটিক্যাল অধিনায়ক যার সাথে আমি কাজ করেছি। তাঁর অসামান্য স্ট্রেন্থ রয়েছে।’

মাশরাফির ব্যাপারেও টাইগার কোচ বলেন, ‘ম্যাশও দারুণ একজন মানুষ কাজ করার জন্য। সে সাকিবের থেকে ভিন্ন, সে প্যাশন এবং প্রাইডের জন্য খেলে। সাকিবও সেটি করে, তবে ম্যাশ সেটি প্রকাশ করতে পারে। সে ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে এবং সে ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে পারে। সে একজন একজন যোদ্ধা এবং দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমি ম্যাশের সাথে কাজ করতে উপভোগ করছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে