ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্যামস্যাংয়ের নতুন চমক টাচ স্ক্রিন ভাঁজ করা স্মার্টফোন

২০১৮ নভেম্বর ০১ ১৮:২৭:১৮
স্যামস্যাংয়ের নতুন চমক টাচ স্ক্রিন ভাঁজ করা স্মার্টফোন

বিশ্বের প্রথম ফোল্ডেবল এই ফোনের নাম স্যামসাং গ্যালাক্সি এক্স। অনেকে একে গ্যালাক্সি এফ (Galaxy F) নামেও ডাকেন। কারণ ইংরেজিতে F দিয়ে আসে Foldable আবার F দিয়ে আসে First।

গ্যালাক্সি এক্স সাধারণভাবে (ভাঁজবিহীন অবস্থায়) একটি ট্যাবলয়েড কম্পিউটার। এটি ভাঁজ করে একটি সহজে বহন যোগ্য ফোনে রূপান্তরিত করা যায়। আবার প্রয়োজনে ভাঁজ খুলে আবার বড় স্কিনবিশিষ্ট ট্যাবলয়েডে রূপান্তরিত করা যায়।

এক নজরে গ্যালাক্সি এক্স:-

১। এটি আলট্রা প্রিমিয়াম গেমিং স্মার্টফোন হিসেবে বাজারজাত করা হবে।২। ডিসপ্লেতে গরিলা গ্লাস বা এ ধরনের প্রতিরোধক থাকবে না। কারণ এগুলো নমনীয় নয়।৩। এই ফোনে বিশাল ওএলইডি ডিসপ্লে থাকবে যার সম্ভাব্য আকার ৭.০-৭.৩ ইঞ্চি।৪। যেহেতু এটি একটি আলট্রা প্রিমিয়াম গেমিং ফোন তাই আশা করা হচ্ছে এটিতে ৮ জিবি LPDDR4x মেমোরিসহ ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে।৫। এটি এন্ড্রোয়েড পাই দিয়ে পরিচালিত হবে।

৬। স্যামসাং গ্যালাক্সি এক্স এর সম্ভাব্য মডেল নম্বর SM- G888। সম্ভব্য বাজারদর হতে পারে ১,৭৫০ ডলার বা ১,৪৬,৭০২.৫ টাকা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে