ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেস বোলারের অভাব দূর করতে তৈরি হচ্ছেন এই টাইগার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৭ ২০:৩৭:৫১
পেস বোলারের অভাব দূর করতে তৈরি হচ্ছেন এই টাইগার

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে এক ইনিংসে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এ ছাড়া বল হাতেও ছড়িয়েছেন আলো। এবার এই আলোর রেখা আরো সামনে নিয়ে যেতে বদ্ধপরিকর সাইফুদ্দিন।

সেই স্বপ্ন সামনে নিয়েই বুধবার দেখা গেলো অনুশীলনে ব্যস্ত সময় কাটাতে। এর মধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। নিজের সামনের পরিকল্পনা নিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘শেষ সিরিজটা ভালো গেছে, আলহামদুলিল্লাহ। এখন প্রস্তুতি নিচ্ছি নিজের তাগিদে। এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের একটু সমস্যা ছিলো। সেটার পুনর্বাসন চলছে। আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ। আজকে থেকে বোলিংও শুরু করেছি।’

ব্যাটিংয়ের পাশাপাশি নিজের বোলিংয়ের উন্নতিতে আপাতত বেশি মনোযোগ সাইফুদ্দিনের। তিনি বলেন, ‘গত সিরিজ তো দেখলেনই, বোলিংটা একটু ভালো হচ্ছে। আসলে নিয়মিত এ সব নিয়ে কাজ করতে হয়। বসে থাকলে তো হবে না। শেখার কোনো শেষ নাই। নতুন কিছু শিখতে পারলে নিজের জন্য‌ই ভালো। সেই চেষ্টাই করছি।’

বাংলাদেশের পরবর্তী সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে। তার আগে ১১ নভেম্বর থেকে জিম্বাবুয়ের সাথে সিরিজের শেষ টেস্ট খেলবেন মাহমুদুল্লাহরা।

সাইফুদ্দিন জানালেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সীমিত ওভারের ক্রিকেট নিয়ে এর মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সাইফুদ্দিন বলেন, ‘ক্যারিবীয় ব্যাটসম্যানদের ফুটেজ দেখছি নিয়মিত। ওরা খুবই আক্রমণাত্মক ক্রিকেট খেলে। বিশেষ করে শাই হোপ ও শিমরন হ্যাটমায়ার। খুবই আক্রমণাত্মক ব্যাটসম্যান। ওদের ব্যাটিং দেখে বোঝার চেষ্টা করছি কোথায় বল করলে ওদের জন্য সমস্যা হবে। এভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে