ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিবকে খেলা নিয়ে যা বললেন রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২০ ০৯:০০:০১
সাকিবকে খেলা নিয়ে যা বললেন রোডস

সকালে চট্টগ্রামে পৌঁছে দুপুরে অনুশীলনে নামার আগে উঁকি দিয়ে ওয়েস্ট ইন্ডিজের খেলাও দেখে আসার সুযোগ হয়েছে। প্রতিপক্ষ সম্পর্কে চাক্ষুষ ধারণা হয়েছে বাংলাদেশ কোচ স্টিভ রোডসের। বাংলাদেশ অধ্যায়ের শুরুতে ক্যারিবীয় সফরে এই ওয়েস্ট ইন্ডিজ রোডসকে ভয়ানক দাগা দিয়েছে। প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দেখে এসে বিকেলে দলকে অনুশীলন করিয়ে সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ জানালেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন দারুণ পেসার আছে। শ্যানন গ্যাব্রিয়েল তো

বিদ্যুৎগতির। সে যদি আগুনে মেজাজে থাকে তাহলে ভয়ংকর বিপদ! শাই হোপকেও দেখে মনে হলো ভালো ফর্মে আছে। হেটমায়ার ভারতে ওয়ানডেতে যেমন খেলেছে, এখানে টেস্টে সেটি খেললে সেটিও আমাদের জন্য বিপদের হবে।’ ওয়েস্ট ইন্ডিজে দুঃস্বপ্নের মতো টেস্ট সিরিজ পার করে আসা বাংলাদেশের জন্য তাহলে দুশ্চিন্তার অনেক উপাদানই সঙ্গে বয়ে এনেছে সফরকারীরা। তবে কোচ নাকি আবার উদ্বিগ্নও নন, ‘প্রতিপক্ষ নিয়ে আসলে আমরা খুব বেশি চিন্তিত নই। আমাদের নিজেদের খেলাটা যাতে ঠিকঠাক হয়, সেটি নিয়েই আমাদের চিন্তা করা উচিত।’ অর্থাৎ বাংলাদেশের প্রথম লড়াইটা নিজের সঙ্গেই। টপ অর্ডারের রানে ফেরা, ক্যাচ না ফেলার মতো ব্যাপারগুলো উপেক্ষা করার সুযোগ নেই। রোডস এসব ভেবেই কথাগুলো বলে থাকবেন। ইমরুল কায়েসকে নিয়েও তিনি আশাবাদী। সাদা বলে ভালো খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে, কিন্তু আসলে তো তিনি লাল বলেরই প্রতিষ্ঠিত খেলোয়াড়। এখন শুধু মাঠে সেটা করে দেখানোর অপেক্ষা। উইকেটে বেশি সময় কাটালে সেই আত্মবিশ্বাস এই বাঁহাতি ওপেনার পেয়ে যাবেন বলে মনে করেন কোচ। এমএ আজিজ স্টেডিয়ামে ক্যারিবীয় ব্যাটসম্যানরা যখন দারুণ সামলাচ্ছেন বিসিবি একাদশের বোলারদের, তখন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের সৈন্যবাহিনীকে প্রস্তুত করছেন রোডস। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত ইংলিশ কোচ, ‘সাকিবের ফেরাটা দারুণ ব্যাপার, ও দক্ষ ট্যাকটিশিয়ান। মিরপুর টেস্টে মাহমুদউল্লাহ বেশ ভালো অধিনায়কত্ব করেছে। তবে সাকিবের মানের একজন খেলোয়াড়, ব্যাটিং-বোলিং ছাড়াও যার বুদ্ধিমত্তা ও ট্যাকটিক্যাল জ্ঞান দুর্দান্ত, দলের সাফল্যের জন্য এমন একজন খুবই গুরুত্বপূর্ণ। সাকিবকে দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছি।’ আঙুলের চোট থেকে ফেরা সাকিবকে কাল ৪৫ মিনিট নেটে ব্যাট করিয়েছেন কোচ। তাঁর আঙুলের অবস্থাও বেশ ভালো। অধিনায়ককে পেলেও তামিম ইকবালের জন্য রোডসের অপেক্ষাটা ফুরোচ্ছে না এই ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ যেমন পাচ্ছে না অধিনায়ক জেসন হোল্ডারকে। রোডস বলছেন, ‘চোট নিয়ে হোল্ডার দেশে ফিরে গেছে। আমাদেরও তামিম নেই, আশা করি সে দ্রুত ফিরে আসবে। যা হোক দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে চলেছে এটি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে