ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেস্টে র‍্যাংকিংয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ জেনেনিন কোন দেশ কোন অবস্থানে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২০ ১২:৪৮:১৫
টেস্টে র‍্যাংকিংয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ জেনেনিন কোন দেশ কোন অবস্থানে

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে টাইগারদের টেস্টে অবস্থান ছিল ৯ নম্বরে, অন্যদিকে রেটিং পয়েন্ট ছিল ৬৭। আটে থাকা উইন্ডিজের সাথে রেটিং পার্থক্য ছিল ৯। হাতছানি দিচ্ছিল আটে উঠার। কিন্তু উল্টো জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয় স্বাগতিকদের। ঢাকা টেস্টে বিশাল ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরালেও র‍্যাংকিংয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। হারিয়েছে ৬ রেটিং পয়েন্ট। অন্যদিকে সিরিজ সমতায় শেষ করা জিম্বাবুয়ের ঝুলিতে গেছে ১১ রেটিং পয়েন্ট।

আইসিসির হালনাগাদ করা টেস্টে র‍্যাংকিংয়ে কোনও দলের অবস্থানের পরিবর্তন হয়নি। তবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় ও শেষ টেস্টের পরে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইংল্যান্ড জিতে তাহলে তাদের রেটিং পয়েন্ট হবে ১০৮। যার ফলে তারা দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকাকে টপকে যাবে। দক্ষিণ আফ্রিকার বর্তমান রেটিং পয়েন্ট ১০৬। তবে ইংল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে হারে এরপরেও তাদের দুইয়ে উঠার সুযোগ থাকছে। আর ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা শ্রীলঙ্কা সিরিজ শেষে হারাবে ৩ রেটিং পয়েন্ট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে