ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একি বললেন ব্র্যাথওয়েট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২০ ২০:৫৪:৪১
একি বললেন ব্র্যাথওয়েট

টেস্ট সিরিজকে সামনে রেখে ব্র্যাথওয়েট দেখছেন বেশ চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘আমি মনে করি বেশ ভালো প্রস্তুতি হয়েছে। আমরা মাত্র ভারত থেকে এসেছি। টেস্ট সিরিজের আগে এটি বেশ ভালো একটি প্রস্তুতি ম্যাচ ছিল। কিছু চ্যালেঞ্জ থাকবে। আমরা সেটা প্রত্যাশা করেই রাখছি। আমরা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি।’

প্রস্তুতি ম্যাচের ধীর উইকেট দেখে উইন্ডিজ মোটেও অবাক হয়নি। বরং ব্র্যাথওয়েট জানিয়েছেন, এমন উইকেটের জন্যই প্রস্তুত ছিলেন তারা। তিনি বলেন, ‘আমরা এমন মন্থর উইকেটই আশা করেছিলাম। এটা বেশ ধীর উইকেট ছিল। আর বাংলাদেশে যখন আসি তখন আমরা এমন কিছুই পাওয়ার আশাই করি।’

এই ম্যাচের মত টেস্ট সিরিজেও তিনি আশা করছেন স্পিন বান্ধব উইকেট। ক্রেইগের ভাষ্য, ‘টেস্ট সিরিজে স্পিন পরীক্ষা আশা করছি। এটা সহজ হবে না, তবে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। ঘরের মাঠে বাংলাদেশ খুব ভালো দল।’

বাংলাদেশে আসার আগে ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে ক্যারিবীয়রা। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের সাথে ভারতের আবহাওয়া ও পরিবেশের বেশ মিল রয়েছে। সেই সুবিধা কাজে লাগিয়ে ভালো করার প্রত্যয় ব্র্যাথওয়েটের, ‘ভারতের মতো একই ধরনের কন্ডিশন। আমাদের কাছে একইরকম মনে হচ্ছে। আমাদের এখানে মৌলিক কাজগুলো ঠিকঠাক করার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

চোটের কারণে টেস্ট ও ওয়ানডের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার দলে নেই তার পরিবর্তেই দলকে নেতৃত্ব দেবেন ক্রেইগ। তিনি বলেন, ‘হোল্ডার দলের খুব গুরুত্বপূর্ণ এক সদস্য। কিন্তু সে দলে না থাকলেও আমাদের কাজটুকু আমরা করে যাবো এবং আমি সিরিজের দিকে দৃষ্টি রাখছি, আশা করছি ভালো করতে পারব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে