ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাশরাফির নির্বাচনে অংশ নেয়া নিয়ে এত দিন পর মুখ খুললেন: আকরাম খান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৭ ১৯:৫৬:২৬
মাশরাফির নির্বাচনে অংশ নেয়া নিয়ে এত দিন পর মুখ খুললেন: আকরাম খান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির খেলা নিয়ে সংশয় রয়েছে। ওয়ানডে সিরিজে মাশরাফির খেলা প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘মাশরাফি যদি পুরো সিরিজে সময় দেয় তাহলে তো আমাদের কোন অসুবিধা হবে না। সে একজন অভিজ্ঞ খেলোয়াড়, তার কোয়ালিটি অনেক বেশি। সুতরাং এই ধরনের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যে কোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে। ওকে নিয়ে আমরা চিন্তিত নই, ও খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়।’

জাতীয় নির্বাচনে মাশরাফির অংশ নেয়া প্রসঙ্গে সোমবার সাবেক অধিনায়ক রকিবুল হাসান যুগান্তরকে বলেন, ‘মাশরাফির জন্য আমার শুভকামনা। আমি একটি কথাই বলব, ভালো লোকদের রাজনীতিতে আসা উচিত। ভালো লোকরা রাজনীতিতে এলে সাধারণ মানুষ আশান্বিত হবে। দেশে মাশরাফির একটা অবস্থান আছে। তাকে সবাই ভালোবাসে। এখন রাজনীতিতে গিয়ে কীভাবে সে মানুষের ভালোবাসার প্রতিদান দেবে, এটা তার জন্য একটি চ্যালেঞ্জ।

মাশরাফির রাজনীতিতে আসা প্রসঙ্গে বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু যুগান্তরকে বলেন, ‘খেলার মাঠে মানুষের প্রত্যাশা যেমন থাকে, রাজনীতির মাঠেও মানুষের বড় ধরনের প্রত্যাশা থাকবে। তাই দুটিকে সমান্তরালভাবে চালানো কঠিন। মাশরাফির সিদ্ধান্তের ওপর ভরসা রাখা উচিত। তারও কিছু ভাবনা রয়েছে। বুঝে-শুনেই সে সামনে এগোবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে