ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মো. রাজীব

স্টাফ রিপোটার

ক্যারিয়ারের প্রথম শতকে মাহমুদুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৮ ১৪:৪০:১৫
ক্যারিয়ারের প্রথম শতকে মাহমুদুল

আশির ঘরে মাহমুদুলঃ

দলকে ধীরে ধীরে জয়ের দুয়ারে নিয়ে যাচ্ছে মাহমুদুল। ইতিমধ্যে আশির ঘরে পৌঁছে গেছেন তিনি, ১৬৫ বল বল খেলে ৮৭ রান তাঁর। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তাসামুল। তিনি আছেন ১৩ রানে।

বর্তমানে ১৯১ রান সংগ্রহ করেছে পূর্বাঞ্চল। জয়ের জন্য তাঁদের প্রয়োজন ১৩৫ রান।

মাহমুদুলের অর্ধশতকঃ

৪৫তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ১১৩ বলে অর্ধশতক হাঁকালেন পূর্বাঞ্চলের টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান। চারটি চারে সাজান ছিল তাঁর ইনিংস। বর্তমানে তাঁর সাথে উইকেটে রয়েছেন তাসামুল ৪*।

৩২৬ রানের লক্ষ্যে পৌঁছাতে পূর্বাঞ্চলের প্রয়োজন ১৭৬ রান। তাঁদের বর্তমান রান তিন উইকেটে ১৫০।

ফিরলেন আশরাফুলঃ

ষাটের ঘরে গিয়েই ফিরলেন আশরাফুল। ৯৯ বলে ৬৪ রানের ইনিংস খেলে পেসার শহিদুলের ইসলামের বলে উইকেটরক্ষক জাকের আলির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন তাসামুল হক।

তাঁর সাথে অর্ধশতকের দ্বারপ্রান্তে ৪৭ রান নিয়ে ব্যাটিং করছেন মাহমুদুল। পূর্বাঞ্চলের বর্তমান রান তিন উইকেটে ১৪১।

অর্ধশতকে আশরাফুলঃ

বগুড়ায় পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের খেলায় অর্ধশতক হাঁকিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। পূর্বাঞ্চলের এই ব্যাটসম্যান ৮৬ বলে ৬২ রান করে এখনও উইকেটে আছেন তিনি।

তাঁর সাথে উইকেটে রয়েছেন মাহমুদুল হাসান। অসাধারণ ব্যাটিং করে ইতিমধ্যে ৮৩ বলে ৩৬ রান সংগ্রহ করেছেন তিনি। বর্তমানে পূর্বাঞ্চলের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১২৩ রান।

লক্ষ্য তাড়ায় নেমেছে পূর্বাঞ্চলঃ

প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দারিয়েছেন তাঁরা। পাঁচ ব্যাটসম্যানের অর্ধশতকে ৩৯৩ রান সংগ্রহ করেছে দলটি, যেখানে আব্দুল মজিদ নিয়েছেন সর্বোচ্চ ৬৭ রান। তাইবুর রহমান ও খেলেছেন ৫৯ রানের দুর্দান্ত ইনিংস। পূর্বাঞ্চলের হয়ে দারুণ বোলিং করে চার উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

শেষ পর্যন্ত চতুর্থ দিনে ৩২৬ রানের লক্ষ্যে ব্যাটিং করছে পূর্বাঞ্চল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৮৬ রানে গুঁটিয়ে গিয়েছিল পূর্বাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান তুলেছিলেন মাহিদুল ইসলাম অংকন। মধ্যাঞ্চলের হয়ে ৫ উইকেট পেয়েছিলেন শহিদুল ইসলাম।

মধ্যাঞ্চল একাদশঃ

রাকিন আহমেদ, পিনাক ঘোষ, আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম (অধিনায়ক), তাইবুর রহমান, জাকির আলি, শরিফুল্লাহ, সালাউদ্দিন শাকিল, শাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন।

পূর্বাঞ্চল একাদশঃ

রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মাহমুদুল হাসান, ইরফান হোসেন, হাসান মাহমুদ, আবু জায়েদ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন, ফরহাদ রেজা (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল।

পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২১৬/৩ (৭২.২ ওভার); লক্ষ্যঃ ৩২৬

(মাহমুদুল ১০০*, তাসামুল ২৫*); (শাকিল ১/৩৩)

মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩৯৩ অলআউট (৯৫.৪ ওভার); (মজিদ ৬৭, তাইবুর ৫৯; আশরাফুল ৪/৩৪)

পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ১৮৬ অলআউট (৫২.২ ওভার); (মাহমুদুল ৩১, অংকন ৩৪; শহিদুল ৫/৬২) মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ১১৮ অলআউট (৫৫ ওভার); (জাকের ২০*, শরিফুল্লাহ ২৩; ফরহাদ রেজা ৭/৩২)

শতক হাঁকালেন মাহমুদুলুঃ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে