ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবাইকে ছাড়িয়ে এখন শীর্ষে মাশরাফির নাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১২ ২০:১৬:৩১
সবাইকে ছাড়িয়ে এখন শীর্ষে মাশরাফির নাম

মাশরাফির আগে বাংলাদেশের হয়ে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৬৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার নেতৃত্বেই ২০০৫ সালে প্রথমবারের মতো কোন দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ টাইগাররা জিতেছিল ৩-২ ব্যবধানে। আগামী ১৪ ডিসেম্বর হাবিবুল বাশারকে টপকে যাবেন মাশরাফি। হাবিবুল বাশার টাইগারদের ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাশরাফি ৬৯ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার মাইলফলক স্পর্শ করেন।

সফলতার দিক দিয়ে বাশারের চেয়ে অনেক এগিয়ে মাশরাফি। হাবিবুল বাশারের নেতৃত্বে ৬৯ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ২৯টিতে। বাকি ৪০ ম্যাচেই পরাজয় বরণ করে মাঠ ছেড়েছিল টাইগাররা। অপরদিকে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে ৩৯টি ম্যাচেই জয়ী হয়েছে মাশরাফির বাংলাদেশ। মাশরাফির অধিনায়কত্বে মাত্র ২৮ ম্যাচে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে ওয়ানডেতে ৫০ কিংবা তার বেশি অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ২৬ হারের বিপরীতে টাইগাররা পেয়েছে ২৩ জয়।

২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত মাশরাফি খেলেছেন ২০১ ওয়ানডে। ২৫৬ উইকেট নিয়ে রঙিন পোশাকে টাইগারদের সর্বোচ্চ উইকেট শিকারীও নড়াইল এক্সপ্রেস।

আগামী ১৪ ডিসেম্বর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পূর্বসূরী হাবিবুল বাশারকেও ছাড়িয়ে যাবেন মাশরাফি। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্বের মুকুট থাকবে ম্যাশের মাথায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে