ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শুরুতেই উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৩ ১০:৫৮:০৭
শুরুতেই উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ দেখুন সর্বশেষ স্কোর

গ্রুপ পর্বে হার দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচ জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কাও দুই জয় আর এক পরাজয় নিয়ে সেমি-ফাইনালে আসে। প্রথম ম্যাচে টসে হেরে পরে ব্যাটিং করে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। পরের দুই ম্যাচেই টসে জিতে ব্যাটিং নিয়ে জিতে টাইগাররা। তবে আজ টসে হেরেও ব্যাটিং করার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। টাইগার একাদশে কোনও পরিবর্তন আসেনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই আজ মাঠে নেমেছে টাইগাররা।

তবে সূচনাটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ১ রানে সাজঘরে ফিরেছেন ফর্মে থাকা জাকির হাসান। ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে টাইগারদের দুই জয়ে জাকিরের ভালো অবদান ছিল। হংকংয়ের বিপক্ষে ৪৯ ও পাকিস্তানের বিপক্ষে ৬৯ রান করেছিলেন এই বামহাতি ব্যাটসম্যান।

জাকিরের বিদায়ের পর ওপেনার মিজানুর রহমানের সাথে জুটি গড়েছেন আগের ম্যাচে অর্ধশতক করা নাজমুল হোসেন শান্ত। মিজানুর ১৪ বলে ১৬ ও শান্ত ২২ বলে ১০ রানে ব্যাট করছেন। ৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ২৭।

সংক্ষিপ্ত স্কোর-বাংলাদেশঃ ২৭/১ (৬ ওভার)মিজানুর ১৪*, শান্ত ১০*, জাকির ১

শ্রীলঙ্কার বিপক্ষে সেমি-ফাইনালে বাংলাদেশ একাদশঃ মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শরিফুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম,শফিউল ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে