ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারো উইকেট তুলে নিলো টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৩ ১৫:১৪:০৩
আবারো উইকেট তুলে নিলো টাইগাররা

তাঁর বিদায়ে উইকেটে নামেন আভিশকা ফার্নান্দো (৭*)। উইকেটে রয়েছেন আরেক ওপেনার শাদুন ওয়াকারকোডি (১৯*)। চার ওভার শেষ লঙ্কানদের সংগ্রহ ২৬, এক উইকেটের বিনিময়ে।

বাংলাদেশের ইনিংসঃ

শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ২৩৭ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়েছে তাঁরা। বাংলাদেশের দেয়া ২৩৮ রানের লক্ষ্যে বর্তমানে ব্যাটিং করছে লঙ্কানরা।

বাংলাদেশ ইমার্জিং একাদশঃ

নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, ইয়াসির আলি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তানভির ইসলাম, শফিউল ইসলাম।

শ্রীলঙ্কা ইমার্জিং একাদশঃ

শাম্মু আশান (অধিয়ানায়ক), কামিন্দু মেন্ডিস, শেহান জয়সুরিয়া, আভিশকা ফার্নান্দো, হাসিথা বায়োগোডা, শাদুন ওয়াকারকোডি (উইকেটরক্ষক), আসিলা গুনারত্নে, লাসিথ অ্যাম্বুল্ডেনিয়া, আসিথা ফার্নান্দো, শেহান মাদুশঙ্কা, ছামিকা করুনারত্নে।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কাঃ ৫৯/২ (১০ ওভার) লক্ষ্যঃ ২৩৮

(শাম্মু আশান ৪*, শাদুন ৪৭* )

বাংলাদেশঃ ২৩৭ অলআউট (৪৯.১ ওভার) (মিজানুর ৭২, ইয়াসির ৬৬; করুনারত্নে ৪/৩৫)

শুভ সূচনা বাংলাদেশেরঃ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে