ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডেথ ওভারের বোলিং নিয়ে যা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৩ ১৮:৪২:৪৭
ডেথ ওভারের বোলিং নিয়ে যা বললেন মাশরাফি

ম্যাচের শেষ ওভারগুলোতে বল করা যখন ভাবাচ্ছে, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কীভাবে ভাবছেন? অধিনায়ক সিরিজ নির্ধারণী ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন স্লগ ওভারে বোলিং নিয়ে তার ভাবনা।

মাশরাফি বলেন, ‘পেস আর ভ্যারিয়েশনের উপর অনেক কিছু নির্ভর করে। ৪০ থেকে ৫০ ওভার পর্যন্ত আমরা চারজন বোলার ব্যবহার করে আসছি। যদি উইন্ডিজ সফর থেকে দেখেন, আমি যেমন ৪৫-৪৬ ওভার পর্যন্ত বোলিং করে এসেছি, সাকিব এর পরে করেছে, ৪৯ ওভারটাও। পরিস্থিতির ওপরে আসলে অনেক কিছু নির্ভর করে।’ তবে স্লগ ওভারে দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানেই আস্থা মাশরাফির। একইসাথে ভরসা খুঁজছেন বারবার আলোচনায় আসা পেসার রুবেল হোসেনর মাঝেও। মাশরাফির ভাষ্য, ‘সবচেয়ে ভালো হলো অবশ্যই এক দিক দিয়ে মুস্তাফিজকে ব্যবহার করা। রুবেলও শেষের দিকে আমাদের সেরা বোলার। উইন্ডিজ সফর বলেন, এশিয়া কাপ বলেন; রুবেল আমাদের সেরা বোলার ছিল। আসলে শেষের ওভারগুলোতে সেরা বোলারদের রাখা জরুরি, যার গতি ও বৈচিত্র্য আছে। এদিক থেকে চিন্তা করলে সব সময় ওদের ব্যবহার করার চিন্তাটাই আসে।’

তবে উল্টোটাও তো দেখা যায়! ইনিংসের মাঝখানের অংশের মত শেষদিকেও বোলারদের জটলা…! মাশরাফি বলেন, ‘তবে আপনি যদি সব মিলিয়ে ডেথ ওভারটাকে ৪০ ওভার থেকে ধরেন, তাহলে আমরা কিন্তু চারজন, কখনো কখনো পাঁচজন বোলারও ব্যবহার করে থাকি।’

ব্যাটসম্যানদের নিয়েও বাংলাদেশ দল পড়েছে চিন্তায়। যদিও যে চিন্তার রেখা টিম ম্যানেজমেন্টের কপালে, সেটি দুশ্চিন্তার নয়। ফর্মে রয়েছে প্রায় প্রত্যেক ব্যাটসম্যান। তাদের দলে রাখতে গিয়ে ব্যাটিং অর্ডারে আসছে বড়সড় পরিবর্তন।

তবে অধিনায়ক মাশরাফির কাছে, দলের ব্যাটসম্যানদের সৃষ্টি করা এমন পরিস্থিতি ভালো অনুভূতির। তিনি বলেন, ‘ছয়ে বা পাঁচে আমাদের সেট প্লেয়ার আছে, যদি মিঠুনের কথা চিন্তা করেন। তিনে আমরা চাইলে সাকিবকেও খেলাতে পারি। তিনে ও রানও করছিল। যেহেতু তিনে আমরা খেলোয়াড় খুঁজছিলাম আর ইমরুলও আছে, তাই সাকিব পাঁচে খেললে ব্যাটিং অর্ডারের গভীরতাটা একটু বৃদ্ধি পায়। এশিয়া কাপ ফাইনাল থেকে দেখলে- লিটন রান করেছে, ইমরুল রান করেছে। চারজন থেকে তাই একজন খেলানো যায়। সৌম্যও প্রস্তুতি ম্যাচে আর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে একটা পজিশনে চলে এসেছে। এটা ভালো অনুভূতি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে