ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চার ওপেনার নিয়ে মাশরাফির ভাবনা ব্যক্ত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৩ ১৮:৪৫:৫৩
চার ওপেনার নিয়ে মাশরাফির ভাবনা ব্যক্ত

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পারলে খুব ভালো হবে। ত্রিদেশীয় সিরিজে জেতার সুযোগ ছিল, হেরে গেছি। এছাড়া এই বছর আমাদের এই ফরম্যাটের জন্য ভালোই ছিল।’

উইন্ডিজের বিপক্ষে গত ম্যাচের পরাজয় বাদ দিলে সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে রয়েছে বাংলাদেশ। এখান থেকে আত্মবিশ্বাস কুড়িয়ে আগামী সিরিজগুলোতেও ভালো করার প্রত্যাশা মাশরাফির, ‘কনফিডেন্স লেভেল অবশ্যই ভালো থাকবে- পরবর্তী যে টি-২০ সিরিজ, বা এর পরের যে সিরিজগুলো আছে। হয়ত নিউজিল্যান্ডে কন্ডিশন ভিন্ন থাকবে। তবে কনফিডেন্স খুব ইম্পরট্যান্ট।’

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে ছিলেন চারজন ওপেনার, যারা টপ থেকে মিডল অর্ডার পর্যন্ত ছিলেন ব্যাটিং সামলানোর দায়িত্বে। শেষ ম্যাচে এমন কিছু দেখা যাবে কি না এটি এখনও নিশ্চিত নয় দ্বিতীয় ম্যাচে হালকা চোট পাওয়া লিটন দাসের কারণে। তবে মাশরাফি স্বীকার করেছেন, চার ওপেনারকে যে পরিকল্পনা থেকে দলে নেওয়া হয়েছিল, প্রথম দুই ম্যাচে সেটির প্রতিফলন ঘটেনি।

মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচে লিটন খুব ভালো ব্যাট করেছে। তামিম কালকে ভালো খেলেছে। ইমরুল দুইটা ম্যাচে রান করতে পারেনি। ছয়ে সৌম্য অবশ্য গত ম্যাচে ভালো করতে পারেনি। যে চিন্তা থেকে আমরা চার ওপেনার নিয়ে দলটা সাজিয়েছিলাম এখনও সেটা বাস্তব হয়নি। আমার কাছে মনে হয় লিটন ঐসময় চোট পেয়ে মাঠের বাইরে না গেলে ব্যাটিং অর্ডার অনুযায়ী অনেকটা সাহায্য করতে পারতো।’

‘মুশফিক এবং রিয়াদ যেভাবে ব্যাট করেছে পরে কলাপ্স না হলে ভালো রান হতে পারতো। উইকেট যেমন ছিল সে অনুযায়ী আমাদের ৩০০ করা উচিত ছিল, বা অন্তত ২৮০ হতে পারতো।’– বলেন মাশরাফি।

এদিকে এখন পর্যন্ত লিটনকে ফিট হিসেবে জানা গেলেও শেষ ম্যাচে তিনি খেলবেন কি না তা এখনও রয়েছে ফিজিওর সিদ্ধান্তের উপর নির্ভরশীল। মাশরাফি বলেন, ‘ফিজিও লিটনকে দেখেছে। মাত্র প্র্যাকটিস শুরু হল, আরও ভালো করে দেখবে। এখন পর্যন্ত নেতিবাচক কিছু আসেনি। প্র্যাকটিসের পর জানা যাবে। সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে