ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুবরাজ না থাকলে ধোনি কিছুই করতে পারতনা: গম্ভীর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৩ ১৮:৫৩:৪২
যুবরাজ না থাকলে ধোনি কিছুই করতে পারতনা: গম্ভীর

কিছুদিন আগেই অবসর নিয়েছেন। তারপরেই একের পর এক বিস্ফোরক বিবৃতি দিয়েই চলেছেন। কিছুদিন আগেই ২০১১ সালের সিবি সিরিজে ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন গৌতি। এবার আরও চাঁচাছোলা ভাষায় গম্ভীর বলে দিলেন, ‘‘২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ে যুবরাজ সিংহের মতো অবদান কারোর নেই। তবে যুবরাজকে সেই জন্য কৃতিত্ব দেওয়া হয় না। সমস্ত বাহবাই ধোনিকে দেওয়া হয়। যুবরাজ না থাকলে তো বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছোতেই পারত না ভারত। তবে যুবরাজের সঙ্গে যা হয়েছে তা ভীষণ দুর্ভাগ্যজনক।’’

এখানেই না থেমে ধোনিকে আরও ঠুকেছেন তিনি। বলে দিয়েছেন, ‘‘হরভজন সিংহ, যুবরাজ সিংহ, জাহির খান, সচিন টেন্ডুলকর— প্রত্যেকেই ২০০৭, ২০১১ সালের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে মিডিয়ায় কেবলমাত্র ক্যাপ্টেনের কথাই বলা হয়। এটা সত্যিই ঠিক নয়।’’

ধোনিকে প্রায় প্রত্যেকদিনই নিয়ম করে সমালোচনা করলেও গম্ভীরের দাবি, তাঁর সঙ্গে ধোনির সম্পর্ক মোটেই খারাপ নয়। ‘‘ধোনির সঙ্গে আমার সম্পর্ক বেশ ভাল। তবে আমি আগেও বলেছি, স্কোয়াডের ১৫জনই গুরুত্বপূর্ণ অধিনায়কের মতো। দলই ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে।’’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে