ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাঈমের সেঞ্চুরি, রাহীর ছয় উইকেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৩ ২০:৪১:২৭
নাঈমের সেঞ্চুরি, রাহীর ছয় উইকেট

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের তৃতীয় দিনের শেষে তাঁদের সংগ্রহ দুই উইকেটে ৯০ রান। উইকেটে আছেন মমিনুল হক (৩২*) ও মাহমুদুল হাসান (৫*)।

দুই ওপেনার রনি তালুকদার (১৬) এবং সাদিকুর রহমানকে (৩৬) ফিরিয়েছেন সানজামুল ইসলাম। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৭ রানে থেমেছে উত্তরাঞ্চল।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ফরহাদ হোসেন এদিনে ফিফটি করে ফিরেছেন (৬৪)। এছাড়া আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান নাঈম ইসলাম ফিরেছেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি হাঁকিয়ে। ২৪৩ বলে আটটি চারে বরাবর ১০০ রান করে আবু জায়েদ রাহীর বলে ফিরেন তিনি। এরপরে রাহীর তোপেই ইনিংস শেষ হয় উত্তরাঞ্চলের। ৩৭৭ রানে অলআউট হয় উত্তরাঞ্চল।

রাহী নিয়েছেন ছয় উইকেট। উত্তরাঞ্চলের হয়ে বাকী ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখ করার মতো রান করেছেন কেবল দলের উইকেটরক্ষক ধীমান ঘোষ (৬৮)।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ

টসঃ- উত্তরাঞ্চল (ফিল্ডিং)পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৬৬/১০ (রনি ১৮৫, আশরাফুল ১৩৬; সানজামুল ৫/১১৫)উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ৩৭৭/১০ (নাঈম ১০০, ধীমান ৬৮, ফরহাদ ৬৪; রাহি ৬/৭৪)পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৯০/২(সাদিকুর৩৬, মমিনুল ৩২*; সানজামুল ২/৩৭)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে