ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমি মুগ্ধ,সত্যি আমি বিস্মিত,ম্যাচ হেরেও কেন এমন কথা বললেন পাওয়েল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৪ ২০:৪৮:১৭
আমি মুগ্ধ,সত্যি আমি বিস্মিত,ম্যাচ হেরেও কেন এমন কথা বললেন পাওয়েল

দুটি স্থাপত্যেই বৃটিশ আদলে গড়া। গ্র্যান্ডস্ট্যান্ডের লাল টালির ছাদ এবং মিডিয়া ভবনের আনকোরা স্থাপত্য শৈলীও দেশের অন্যান্য স্টেডিয়াম থেকে সিলেটকে আলাদা করেছে। মানে অপার মুগ্ধতা নিয়েই আপনি মাঠে প্রবেশ করবেন।

মুগ্ধতার ছটা মিলবে মাঠের গ্যালারিতেও। মাঠের পশ্চিম দিকের টিলার গাঁ ঘেষে গড়ে তোলা গ্রিন গ্যালারিতে বসে যে কেউই ভুল করে ভাবতে পারেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মাঠে আছেন। গ্রিন গ্যালারির পাশাপাশি টিলার ওপরেও বসার ব্যবস্থা রাখা হয়েছে। ১০ স্তরের টিলায় বসে খেলা দেখার অপার্থিব আনন্দ শুধু এখানেই।

তাই হয়তো মাঠটিকে সুন্দর আখ্যা না দিয়ে পারলেন না ক্যারিবিয়ান দলপতি রোভম্যান পাওয়েলও। শুক্রবারের (১৪ ডিসেম্বর) ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি একটি নয়নাভিরাম স্টেডিয়াম। এখানকার সুযোগ সুবিধা দেখে আমি মুগ্ধ। সত্যি আমি বিস্মিত। দেখতে এত সুন্দর!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে