ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিল্যাক্স থাকেন, এত দ্রুত অবসর নিচ্ছি না : মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৪ ২২:০৫:৪২
রিল্যাক্স থাকেন, এত দ্রুত অবসর নিচ্ছি না : মাশরাফি

এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘আসলে যেক’বার বলেছি গভীরভাবে মনের কথাই বলেছি। এত গভীরভাবে ভাবিনি। সামনে অনেক চ্যালেঞ্জ আছে ওগুলো নেয়ার জন্য আমি আরও তৈরি হতে চাই। বিশ্বকাপের পর কী করবো সেটি শেষ ম্যাচ খেলার পরই সিদ্ধান্ত নেব।’

তিনি আরও বলেন, ‘যদি মনে হয় যে না তাহলে ওইদিনই বলে দেব। অথবা ঘরে এসে বলব। যদি মনে হয় না পারছি তাহলে এসে রিভিউ করে আবার আপনাদের জানাব। আপনারা এত বিমর্ষ হয়েন না। একটু রিল্যাক্স থাকেন।’

এদিকে সিলেটে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজজয়ী এই ম্যাচটিই হতে যাচ্ছে দেশের মাটিতে মাশরাফির শেষ। এরপর আর তাকে ঘরের মাঠে বল হাতে প্রতিপক্ষের সুরম্য ব্যাটিং লাইনআপ ভাঙার নেশায় মেতে উঠতে দেখা যাবে না। এটাই বুঝি তার শেষ। শুধু সিলেটেই কেন, একই ভাবনা ভেবে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষেও অনেকেই কেঁদেছেন।

এ সময় ভক্তদের এমন ভাবনার প্রতি সম্মান রেখে মাশরাফি বললেন, ‘সিরিয়াসলি বলছি এটা কিন্তু ২০১১ থেকে প্রতিটি ম্যাচেই নামার আগে আমার মনে হয়, যদি হাঁটুতে আবার সমস্যা হয়ে যায় যেগুলো এর আগে হঠাৎ করে হয়েছে। ২০১১ থেকেই কিন্তু আমার এটা মনে হয়, সত্যি কথা।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে