ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সত্যি বলতে এখনও মাথা ঝিমঝিম করছে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৪ ২৩:১৫:৪৮
সত্যি বলতে এখনও মাথা ঝিমঝিম করছে

ম্যাচ শেষে হোপের কণ্ঠে তাই জড়িয়ে রইল হতাশা। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। এই ম্যাচে তো দলকে বড় লজ্জার হাত থেকেও বাঁচিয়েছেন। সিরিজ সেরার পুরস্কারও পেলেন। কিন্তু তাতেই কি আর মন ভরে? হোপ যে জিততে চেয়েছিলেন!

সিরিজ সেরার পুরষ্কার নেওয়ার সময় সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হোপ বলেন, ‘সত্যি বলতে এখনও মাথা ঝিমঝিম করছে। কিন্তু হেরে গেলাম… হ্যাঁ, আমি শতক পেয়েছি। তবে আপনি সেঞ্চুরি পাওয়ার চেয়েও জয় পাওয়ার জন্য বেশি উদগ্রীব হয়ে থাকবেন। আমার কাছে এই ফর্ম ধরে রাখা গুরুত্বপূর্ণ।’ সফরকারী দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রভম্যান পাওয়েল আরও একজন স্পিনারের অভাব বোধ করতে পারছেন স্পষ্টভাবে। ওশামে থমাসের না খেলাও জাগাচ্ছে আক্ষেপ ও আফসোস। তবে ব্যাটিং ব্যর্থতার দিনে শাই হোপের দুর্দান্ত শতকের কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি পরাজিত দলের দলপতি।

পাওয়েল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ওশানে থমাসকে দল থেকে বাদ পড়তে হয়েছে। আমাদের আজ একজন অতিরিক্ত স্পিনারের প্রয়োজন ছিল। তবে হোপকে অনেক বেশি কৃতিত্বই দেওয়া উচিত।’

টেস্ট ও ওয়ানডে সিরিজ দুটোই হেরেছে উইন্ডিজ। সাম্প্রতিক সময়ে ব্যর্থতার জালে বন্দি দলটি। পাওয়েল দেখছেন উন্নতির অনেক জায়গা, আর সেজন্য প্রয়োজন মনে করছেন কঠোর পরিশ্রম, ‘অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমাদের নেটে ফিরে যেতে হবে এবং অনুশীলনে কঠোর পরিশ্রম করে যেতে হবে।’

তবে আন্তর্জাতিক আঙিনায় ব্যর্থতার কারণে নিজেদের উন্নতি অস্বীকার করছেন না তিনি। পাওয়েল বলেন, ‘আমরা উন্নতি করছি। কিন্তু আন্তর্জাতিক আঙিনায় এলে আমরা প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারছি না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে