ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এভাবে ওরা ৬-৭টা বল করলো, কেউ কিছু বললো না- পাওয়েল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৫ ০১:৩৫:৩৭
এভাবে ওরা ৬-৭টা বল করলো, কেউ কিছু বললো না- পাওয়েল

পাওয়েল রিভিউ নিলেও তাঁর রক্ষা হয়নি। থার্ড আম্পায়ার আলিম দার তাকে আউট ঘোষণা করেন। ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল বিষয়টিকে মানবিক ভুল বলেই মনে করেন। তবে, এভাবে আউট হতে চাননি তিনি।

‘ওই সময় বাংলাদেশের ৬ জন ফিল্ডার লেগ সাইডে ছিল। সাধারণত লেগে ৬ জন থাকলে নো–বল হয়। এটা সত্যি হতাশার লেগে ৬ জন ফিল্ডার রেখে ওরা ৬-৭টা বল করে গেল, তবু আম্পায়াররা বিষয়টি ধরতে পারেননি। অবশ্য মানুষ মাত্রই ভুল করে। এটা আপনাকে মেনে নিতে হবে।’

ক্যারিবিয়ান অধিনায়ক সাজঘরে ফেরার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ তখন ৯৯ রানে ৫ ব্যাটসম্যানকে খুইয়েছে। পাওয়েল মনে করেন কোনো দল এই অবস্থানে এভাবে উইকেট হারাতে চায় না।

‘অবশ্যই আপনি এভাবে উইকেট হারাতে চাইবেন না। হয়তো এ কারণেই কার্লোস ড্রেসিংরুম থেকে নেমে এসেছিল মাঠে। সত্যি বলতে কী, আমি ব্যাটিং করার সময় বিষয়টি খেয়াল করিনি, ওদিকে থাকা শাই হোপও না। আমাদের পুরো মনোযোগ ছিল ইনিংস মেরামতের দিকে, জুটি গড়ার দিকে। তখনই এমনটা ঘটল।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে