ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যাওয়ার আগে বিসিবির প্রতি দারুণ কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন ওয়ার্নার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২০ ১৪:২৫:৩৩
যাওয়ার আগে বিসিবির প্রতি দারুণ কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন ওয়ার্নার

সেই সঙ্গে দলের ঘাটতিগুলো নিয়েও কথা বললেন। নিষেধাজ্ঞার এই সময়টায় যখন আইপিএল কমিটি তাকে খেলার অনুমতি দিচ্ছিল না,

তখন বিপিএলে খেলার সুযোগ দেওয়ার কারণে বিসিবিকে ধন্যবাদ দিয়ে সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন, এখানে আসা ও বিপিএলে খেলার সুযোগ দেওয়ার কারণে বিসিবির প্রতি আমি দারুণ কৃতজ্ঞ। এখানকার দর্শক অসাধারণ, মাঠের আবহ খুবই ভালো লেগেছে।

চলতি সিজজনে দুটি হাফ সেঞ্চুরি করলেও শনিবার নিজের শেষ ম্যাচে ওয়ার্নার আউট হয়েছেন ২১ বলে ১৯ রান করে। কিন্তু ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ ও রান আউট মিস করে সিলেট। ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে আক্ষেপ করলেন ওয়ার্নার,ম্যাচটি দারুণ হয়েছে। তবে আমাদের দলের দিক থেকে শেষটা হতাশার। সাব্বিরকে কৃতিত্ব দিতে চাই আমি। সে আজ দারুণ খেলেছে। পুরান শেষ করেছে দুর্দান্তভাবে। জয়ের জন্য ১৯৪ রান যথেষ্টর বেশি ছিল। কিন্তু একজনকে চারবার জীবন দিলে কী আর করা।

নিয়মিত জিততে হলে সিলেটকে কোথায় উন্নতি করতে হবে, সে সম্পর্কে ওয়ার্নারের বক্তব্য, আশা করি আমার দল জয়ের পথে ফিরবে। কিছু দিকে নজর দিতে হবে আমাদের। একটি অবশ্যই শেষ দিকের বোলিং। আরেকটি ব্যাপার হলো, সাধারণ ম্যাচ সচেতনতা, দলের সবাই সবসময় অধিনায়কের দিকে লক্ষ্য রাখে না। অবশ্য ছেলেরা শতভাগ দিয়ে চেষ্টা করছে, এটা নিয়ে সংশয় নেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে