ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যাদের অনুপ্রেরণায় পথ চলছেন উইকেটরক্ষক সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২০ ২০:০৫:৪৪
যাদের অনুপ্রেরণায় পথ চলছেন উইকেটরক্ষক সোহান

এদিকে আগামীকাল সোমবার ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব। আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ঢাকার ক্রিকেটাররা। অনুশীলন শেষে নিজের উইকেটরক্ষকের উন্নতির কথা জানান সোহান।

সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় ধারাবাহিকতা রক্ষা করে পারফর্ম করতে পারা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টা করি। আজ করলাম কাল আবার মিস হয়ে যেতে পারে। মিস হবেই, এটাই স্বাভাবিক। চিন্তা থাকে ওভার কনফিডেন্ট না হওয়া, এটা আমার জন্য খারাপ জিনিস। আমি নিজেকে নিজের জায়গায় রাখি। আজ যা করতে পেরেছি কালও যেন সেটা করতে পারি।’

সোহান আরও বলেন, ‘ধোনির সাথে কয়েকবার কথা হয়েছে। আমি তার ভিডিও গুলো দেখি। আগে গিলক্রিস্ট যখন খেলত তাকে ফলো করতাম। আমি ইউটিউব দেখি কোনটা আমার সাথে সুট করবে। সেটাই সবচেয়ে বড় কথা। আমার জন্য অনুশীলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খারাপ সময় আসলেও অনুশীলন করে ফেরা যায়।’

এ সময় নিজের উইকেটরক্ষন নিয়ে সোহান বলেন, ‘আমি সবসময় কিপিং উপভোগ করার চেষ্টা করি। হয়তো কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। সবসময় নিজের সামর্থ্যের শতভাগ দেয়ার চেষ্টা করি।’

তাছাড়া দলের প্রয়োজনে যে কোনো অবস্থানে খেলতে সমস্যা নেই জানিয়ে সোহান বলেন, ‘টিমের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট। আমি দেখেছি যে টিমের চিন্তা না করে নিজের চিন্তা করলে আমার জন্য ভালো হয়না। আমি ওই চিন্তা করিনি। আমার ভেতরের টিমের দরকারটাই সবার আগে আসে। দলের জন্য ১০ নম্বরে ব্যাট করলেও আমার কোনো অসুবিধা নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে