ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দলের অন্যতম ৬-৭ ক্রিকেটার ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে হবে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২০ ২০:৩০:৫১
দলের অন্যতম ৬-৭ ক্রিকেটার ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে হবে বাংলাদেশ

৮ তারিখ বিপিএল ফাইনাল ও ১০ তারিখ নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। যারা নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলে থাকবে তারা বিপিএল ফাইনাল খেললে তারা দলের সাথে শুরুতেই নিউজিল্যান্ড যেতে পারবে না। বাংলাদেশ সময় যখন ৮ তারিখ রাতে বিপিএল ফাইনাল শেষ হবে তখন নিউজিল্যান্ডে সময় হবে ৯ তারিখ। বাংলাদেশ দলের বাকি সদস্যরা ৯ তারিখ সকালে নিউজিল্যান্ড রওনা দিলেও ১ দিনের মাঝে নিউজিল্যান্ড পৌছে প্রস্তুতি ম্যাচ খেলা অনেকটাই অসম্ভব।তাই ধারনা করা যায় বিপিএল ফাইনাল যারা খেলবে তারা নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচটি খেলতে পারবে না। ১০ তারিখ নিউজিল্যান্ড পৌছে ৩ দিনের প্রস্তুতি নিয়েই ১৩ তারিখ ১ম ওয়ানডে খেলতে হবে বিপিএল ফাইনাল খেলা সদস্যদের। অল্প সময়ের মাঝেই নিউজিল্যান্ডের ভিন্ন আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে হবে সেই খেলোয়াড়দের ও কোন প্রস্তুতি ম্যাচ ছাড়াই মূল ম্যাচে মাঠে নামতে হবে।

যদি কুমিল্লা ও রাজশাহী ফাইনাল খেলে তাহলে সবচেয়ে বেশি নিয়মিত সদস্য ছাড়াই প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশকে। কুমিল্লায় আছে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে থাকা ৪ খেলোয়াড় তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন ও আবু হায়দার রনি। অপরদিকে রাজশাহীতে আছে সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মেহেদী মিরাজ। এই দুই দল যদি ফাইনাল খেলে তাহলে হয়তো ১৫ জনের স্কোয়াডের সম্ভাব্য ৭ জন ছাড়াই প্রস্তুতি ম্যাচে নামতে হবে বাংলাদেশ দলকে। যদি ঢাকা বা রংপুর ফাইনাল খেলে সেইক্ষেত্রে হয়তো সংখ্যাটা কিছুটা কম হবে।

বাংলাদেশ দল এর আগেও ২০১৬ – ২০১৭ সালে নিউজিল্যান্ড স়ফর করে। সেই সফর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩ – ০ তে, ২ ম্যাচের টেস্ট সিরিজ ২ – ০ তে ও ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ৩ – ০ তে হারে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডকে বাংলাদেশ নিজেদের মাঠে, ইংল্যান্ডের মাটিতে ও আয়ারল্যান্ডে হারাতে পারলেও নিউজিল্যান্ডে কখনো হারাতে পারে নি। আসন্ন সিরিজে চ্যালেঞ্জ থাকবে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো তাদের মাটিতে কোন ম্যাচে হারানোর। একেবারে নূন্যতম প্রস্তুতি নিয়ে দারুন ফর্মে থাকা নিউজিল্যান্ডকে তাদের ঘরে হারাতে পারলে বিশ্বকাপের আগে দারুন আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ দল।তবে যথেষ্ঠ প্রস্তুতি না পাওয়া কি বাধা হয়ে দাড়ায়, সেটা দেখার বিষয় হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে