ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যানের নাম ঘোষনা করলেন মাইকেল ক্লার্ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২০ ২৩:১৫:১৪
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যানের নাম ঘোষনা করলেন মাইকেল ক্লার্ক

অবিশ্বাস্য গড় ৫৯-এর বেশি নিয়ে ৩৯টি সেঞ্চুরিসহ ২১৯ ওয়ানডেতে ইতোমধ্যেই কোহলি ১০ হাজার ৩৮৫ রান সংগ্রহ করেছেন।

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলির নেতৃত্বে মাত্রই ভারতীয় দল অস্টেলিয়া সফরে ঐতিহাসিক সফর শেষ করেছে।

তার নেতৃত্বে ভারতীয় দল প্রথমবার বিদেশের মাটিতে কোন সিরিজ না হেরে সফর শেষ করেছে।অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় ভারত ও এশিয়ার প্রথম অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করেছেন ৩০ বছর বয়সী এ তারকা ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় করা প্রথম ভারতীয় অধিনায়কও এখন কোহলি।

সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে তিনি নিজের সেঞ্চুরি সংখ্যা বৃদ্ধি অব্যাহত রেখেছেন।

ক্লার্ক বলেন, ‘নিজ দেশের জন্য ম্যাচ জয়ে বিরাটের আবেগের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ তিনি আগ্রাসী। তবে তার অঙ্গীকার নিয়ে কোন প্রশ্ন থাকতে পারে না। ওয়ানডে ক্রিকেটে তিনি সর্বকালের সেরা।

বুধবার শুরু হওয়া নিউজিল্যান্ড সফর দিয়ে শুরু হবে কোহলির পরবর্তী এসাইনমেন্ট। নিউজিল্যান্ড সফরে পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারাতীয় দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে