ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় দল থেকে বাদ পরার ৭ বছর পর নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে জুনায়েদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২১ ০০:৪৩:৩৯
জাতীয় দল থেকে বাদ পরার ৭ বছর পর নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে জুনায়েদ

৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের তেমন একটা সুবিধা করতে পারেননি জুনায়েদ সিদ্দিক। টেস্টে ৩৭ ইনিংসে ৯৬৯ রান। ওয়ানডেতে ৫৪ ইনিংসে ১১৯৬ রান এবং টি-টোয়েন্টিতে ৭ ইংলিশে ১৫৯ রান করেছেন তিনি।

টেস্ট এবং ওয়ানডে তে একটি করে সেঞ্চুরি করেছে তিনি। ২০১২ সালের পর থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে বাইরে রয়েছেন তিনি। তবে ২০১৯ সালের নতুন কিছু করার ইঙ্গিত দিচ্ছেন সাবেক এই ওপেনার ব্যাটসম্যান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ খুলনা টাইটানস এর হয়ে চমৎকার পারফরম্যান্স করছেন তিনি।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক খুলনা টাইটান্সের এই ওপেনার ব্যাটসম্যান। প্রতিটি ম্যাচেই রান পাচ্ছেন তিনি। ৭ ম্যাচে ১ অর্ধশতক সহ ২০৩ রান সংগ্রহ করেছেন জুনায়েদ সিদ্দিক। এর মধ্যে ৪১ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। শুধু সর্বোচ্চ রান সংগ্রহক নয় বাংলাদেশের হয়ে বিপিএলে সর্বোচ্চ স্ট্রাইক রেট তার।

১০ টি ছক্কা সহ এবারের বিপিএলে তার স্ট্রাইক রেট ১৪২.৯৫। তবে তিনি ভালো করলেও ভালো করতে পারছে না তার দল। বিপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয়লাভ করেছে খুলনা টাইটানস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে