ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার ঝড় তুলেছে রাজশাহী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২১ ১৪:২৯:৫২
এবার ঝড় তুলেছে রাজশাহী

উইকেটের পতন রাজশাহীরঃ প্রথম ওভারে রান এসেছিল মাত্র তিন। দুই ওপেনার লরি ইভান্স এবং শাহরিয়ার নাফিস দেখে শুনেই শুরু করেছিলেন। কিন্তু দ্বিতীয় ওভারে কুমিল্লার স্পিনার মেহেদি হাসানের চারটি বলে কোন রান না নিতে পেরে চাপে পড়ে যান নাফিস। পঞ্চম বলে স্ট্যাম্প ছেড়ে কাট করে পয়েন্টে খালি জায়গা বের করে চার মারেন।

ওভারের শেষ বলে হাঁটু গেড়ে লেগ সাইডে সুইপ করতে গিয়ে মিস করেন তিনি। সরাসরি বল হয়ে পাঁচ রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন রাজশাহী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, লিয়াম ডওসন, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, শামসুর রহমান শুভ, ওয়াহাব রিয়াজ।

রাজশাহী কিংস একাদশঃ মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকির হাসান, আরাফাত সানি, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, লরি ইভান্স, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট।

সংক্ষিপ্ত স্কোরঃ

রাজশাহী কিংসঃ ৯১/৩ (১৪ ওভার)

(ইভান্স ৫০*, টেন ডেসকাট ৩২* ; মেহেদি ১/৪)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে