ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একলাফে কমে গেলো ‘পালসার’ মোটর বাইকের দাম

২০১৯ ফেব্রুয়ারি ১০ ২১:৫৭:৪২
একলাফে কমে গেলো ‘পালসার’ মোটর বাইকের দাম

২০০১ সালে সর্বপ্রথম পালসার ১৫০ বাজারে আসে। কয়েক বছরে বেশ কয়েকটি আপডেট এসেছে বাইকটিতে।১৫০ সিসির সিঙ্গেল ডিস্কের পালসারে রয়েছে ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৩.৮০ বিএইচপি শক্তি এবং ৮০০০ আরপিএম মিলবে।

বাজাজের মোটরসাইকেল বাংলাদেশে আমদানি করে বাজারজাত করছে উত্তরা মোটরস। দেশের বিভিন্ন জায়গায় উত্তরা মোটরসের শো-রুম রয়েছে।

বাজাজ তাদের পালসার ১৫০ কে স্পোর্টস বাইক দাবি করলেও এটি মূলত কমিউটার বাইক। ১৭ বছর ধরে সড়কে রাজত্ব করছে বাজাজের স্পোটস বাইক পালসার। এই ১৭ বছরে পালসারের বেশ কয়েকটি মডেল বাজারে এসেছে। কিন্তু এর মধ্যে জনপ্রিয় ভার্সন হলো ১৫০ সিসির পালসার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে