ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাকিবের পরিবর্তে কে হচ্ছেন টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ১২ ১১:১৪:৩৭
সাকিবের পরিবর্তে কে হচ্ছেন টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক

এরপর প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে, দ্বিতীয়টি ৮ মার্চ থেকে। ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টেই কেবল সাকিবকে পাওয়ার বাস্তব সম্ভাবনা আছে। তবে সাকিবের অনুপস্থিতিতে টি-২০ ও টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন মাহমুদুল্লাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ১৩ তারিখ থেকে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৬ ও ২০ তারিখে। এদিকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এর বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচের সব কয়টি খেলা দেখা যাবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল নাইনে’।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান।

১৪ সদস্যের নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), টড আসেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলাস, রস টেলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে