ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার ভারতের পথে বিপিএল মাতানো সেই আলিস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ১৭ ১৩:৪৮:৩১
এবার ভারতের পথে বিপিএল মাতানো সেই আলিস

।রবিবার সাংবাদিকদের সুজন বলেন, 'এক সপ্তাহের মধ্যে আলিসকে চেন্নাই পাঠানো হবে। সেখানে তাঁর বোলিং অ্যাকশনের পুনরায় পরীক্ষা করা হবে।'

বিপিএল অভিষেকেই বল হাতে হ্যাট্রিক করে বসেন আলিস। টি-টুয়েন্টি অভিষেকে হ্যাট্রিক গড়ার বিশ্বরেকর্ডের পাশাপাশি গড়েন বিপিএলের রেকর্ডও। কিন্তু তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রথম ম্যাচের পর থেকেই প্রশ্নের সৃষ্টি হয়।

আম্পায়ার থেকে শুরু করে প্রতিপক্ষ দলও আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের তীর ছুঁড়তে থাকে। যদিও এরপরও আর বেশ কিছু ম্যাচ খেলেছেন আলিস।

শেষ পর্যন্ত ইনজুরির কারণে চার ম্যাচ খেলার পর পুরো টুর্নামেন্টেই দলের বাইরে ছিলেন তরুণ এই স্পিনার। ইনজুরি সেরে উঠতে না উঠতেই এবার তাঁকে আইসিসির অধীনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার জন্য চেন্নাই পাঠানো হচ্ছে।

বিপিএল খেলার আগে ঘরোয়া প্রথম বিভাগ ক্রিকেটেই প্রশ্নবিদ্ধ ছিল আলিসের বোলিং অ্যাকশন। যদিও অ্যাকশন শুধরিয়ে বিপিএলে অংশ নিয়েছেন আলিস, জানিয়েছিল ঢাকা। কিন্তু বিপিএল অভিষেকেই আবারও প্রশ্নের সম্মুখীন হন আলিস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে