ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গম্ভীরের টুইট নিয়ে যা বললেন আফ্রিদি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ১৮ ১০:৩৯:১৭
গম্ভীরের টুইট নিয়ে যা বললেন আফ্রিদি

একযোগে এমন ঘৃন্য ঘটনার নিন্দা করার পাশাপাশি নিহত পরিবারের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চোখে পড়েছে ভারতীয় ক্রিকেটমহলের তরফে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটাররা এমন ঘটনার ধিক্কার জানালেও অত্যন্ত আগ্রাসী ছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে জবাব দেওয়ার দাবি জানিয়েছেন।

অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে গম্ভীর টুইট করেন, ‘কথা বলা যাক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে। আলোচনা হোক পাকিস্তানের সঙ্গে।তবে সেই আলোচনা টেবিলে নয়। বরং হোক যুদ্ধক্ষেত্রেই। অনেক হয়েছে আর নয়।’

গম্ভীরের এমন যুদ্ধংদেহী মনোভাব নিয়ে প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিকে প্রশ্ন করা হলে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি প্রকারান্তরে গম্ভীরের কুশল সংবাদ জানতে চান। তবে গৌতমের মন্তব্য বা পুলওয়ামা হামলা নিয়ে একটি শব্দও খরচ করেননি। স্পষ্টতই বিতর্ক এড়িয়ে যাওয়ার মানসিকতা চোখে পড়ে পাকিস্তানেক তারকা অলরাউন্ডারের মধ্যে।

উল্লেখ্য, শুরু থেকে ভারত পাকিস্তানকে দায়ি করলেও ইসলামাবাদ থেকে জানিয়ে দেয়া হয় এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে