ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেই ছোট্ট তামিমের ব্যাটিং এখনো ভোলেননি দ্রাবিড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ১৯ ১৮:৩৪:৫৮
সেই ছোট্ট তামিমের ব্যাটিং এখনো ভোলেননি দ্রাবিড়

২০০৭ সালে বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় টেন্ডুলকার-দ্রাবিড়দের নিয়ে গড়া ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ। সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে ৫১ রানের মারকুটে এক ইনিংস খেলেন তামিম। দ্রাবিড় জানান, ‘সেই ম্যাচের পুরো কৃতিত্ব তামিমের। সে ইতিবাচক মনোভাব নিয়ে মেরে খেলতে শুরু করে, আমরা যেটার আশাও করিনি। সে তখন একজন তরুণ ক্রিকেটার, সে জানতো তাঁর শক্তি এবং দুর্বলতা সম্পর্কে।

সেদিন ভাগ্যদেবী তামিমের সঙ্গ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি, ‘ভাগ্য সঙ্গ দিয়েছিল তাঁকে, স্লিপের আশে পাশে দিয়ে বেশ কয়েকবার বল গিয়েছিল। তারপরও ভালো খেলেছিল সে, দলকে যে উড়ন্ত সূচনা সে এনে দিয়েছিল এতে বাকিদের কাজটা সহজ হয়ে গিয়েছিল।’

২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত। সেই ম্যাচে তামিম ছাড়াও বাংলাদেশের পক্ষে অর্ধশতক করেছিলেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে