ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ক্রিকেটার যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ১৯ ১৯:১০:২১
এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ক্রিকেটার যারা

বিশ্বকাপের আর সন্দেহের তালিকায় সবার উপরে রয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এর পরে রয়েছেন দুইবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অস্ট্রেলিয়া রিকি পন্টিং। আসুন দেখে নিই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক

শচীন টেন্ডুলকার (ভারত) : বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় নাম শচীন টেন্ডুলকার। যাকে ভারতীয়রা ক্রিকেটের ইশ্বর বলে মানে। শচীন তার ২৩ বছরের লম্বা ক্যারিয়ারে বিশ্বকাপ খেলেছেন ৫টি। এখনও পর্যন্ত আর কোনও ক্রিকেটার খেলতে পারেননি শচীনের সমান পাঁচটি বিশ্বকাপ।

পাঁচ বিশ্বকাপে শচীন খেলেছেন মোট ৪৪টি ইনিংস। যেখানে তার সংগ্রহ ৫৬.৯৫ গড়ে ২ হাজার ২৭৮ রান। মোট চারের সংখ্যা ২৪১ আর ছয়ের সংখ্যা ২৭টি। শতরানের ইনিংস আছে পাঁচটি।

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) : অস্ট্রেলিয়াকে দুইবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক রিকি পন্টিং। তার আগে ক্লাইব লয়েড প্রথম দুইবারের বিশ্বকাপ জেতান ওয়েস্ট ইন্ডিজকে ১৯৭৫ ও ১৯৭৯ সালে।

২০০৩ ও ২০০৭ সালে পন্টিং তার দেশকে বিশ্বকাপ এনে দিলেও ব্যর্থ হোন ২০১১ সালে হ্যাট্রিক শিরোপা জিততে। হ্যাট্রিক বিশ্বকাপ জেতাতে না পারলেও পন্টিং আছেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে।

৪২ ইনিংসে ৪৫.৮৭ গড়ে করেছেন ১ হাজার ৭৪৩ রান। মোট চারের সংখ্যা ১৪৫ আর ছয়ের সংখ্যা ৩১টি। পন্টিং বিশ্বকাপে খেলেছেন পাঁচটি শতকের ইনিংস।

কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) : শুধু শ্রীলঙ্কা ক্রিকেটই নয়, বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। আধুনিক ক্রিকেটের সাঙ্গাকারা গড়েছেন অনেক কির্তি। বিশ্বকাপ ক্রিকেটে খেলেছেন ৩৫টি ইনিংস। ৪টি শতরানের ইনিংস সহ ৫৬.৭৪ গড়ে করেছেন ১ হাজার ৫৩২ রান। তার এই দেড় হাজার রানে আছে ১৪৭টি চার আর ১৪টি ছয়।

ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে চারশ রান করার রেকর্ডের মালিক এখনও লারা। বিশ্ব ক্রিকেটের অনন্য দৃষ্টান্ত স্থাপন করা এই ব্যাটসম্যান বিশ্বকাপে ৩৩টি ইনিংসে করেছেন দুটি শতক সহ ৪২.২৪ গড়ে ১হাজার ২২৫ রান।

এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) : সবচেয়ে হতভাগা ক্রিকেটার বললে ভুল হবে না এব ডি ভিলিয়ার্সকে। দীর্ঘ ১৪ বছরের ওয়ানডে ক্যারিয়ারে জিততে পারেননি কোনও বিশ্বকাপ। সবশেষ ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যেতে হয় বিশ্বকাপ জয়ের খুব কাছ থেকে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট নয় শুধু, তার নান্দনিক ব্যাটিং জয় করেছে গোটা বিশ্বজুড়ে কোটি ক্রিকেট ভক্তের মন।

২০১৮ সালে অবসরে যাওয়া ভিলিয়ার্সকে নিয়ে তার ভক্তরা এখনও আশা করেন, ২০১৯ বিশ্বকাপে দেখার। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে ভিলিয়ার্স মোট ২২টি ম্যাচ খেলেছেন। ৪টি শতরানের ইনিংস সহ ৬৩.৫৩ গড়ে করেছেন মোট ১হাজার ২০৭ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে