ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামীকাল নতুন যে সময় শুরু হচ্ছে বাংলাদেশের ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ১৯ ১৯:৪৫:২২
আগামীকাল নতুন যে সময় শুরু হচ্ছে বাংলাদেশের ম্যাচ

নেপিয়ার ও ক্রাইস্টচার্চে হেরে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় এখনও অধরাই রয়েছে টাইগারদের। আগামীকাল বুধবার ডানেডিনে শেষ ওয়ানডেতে সেই বৃত্ত ভাঙতে চান মাশরাফি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

ডানেডিনের উইকেট সবসময়ই রান-প্রসবা। এই মাঠের সবশেষ ওয়ানডেতে ইংল্যান্ড করেছিল ৩৩৫ রান। শূন্য রানে ২ উইকেট হারালেও সে ম্যাচ কিউইরা জিতে নিয়েছিল ৫ উইকেটে। এই রান সহায়ক উইকেটে টপ অর্ডারের ব্যাটসম্যানরা ভালো কিছু করে দেখাবেন বলে আশা প্রকাশ করেছেন মাশরাফি।

শেষ ওয়ানডের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘নেপিয়ারের (প্রথম ওয়ানডের ভেন্যু) উইকেট ব্যাটিং করার জন্য দারুণ ছিল। মানিয়ে নিতে কিছুটা সময় তো লাগেই। কিন্তু যখন আপনি ২-০ ব্যবধানে পিছিয়ে থাকবেন তবে এসব কেবলই অজুহাতের মতো শোনায়।’

‘আমি মনে করি, আগামীকাল (বুধবার) আমরা ভালো কিছু নিয়ে আমরা হাজির হব। আশা করছি, টপ অর্ডার রান পাবে। তারা মিডল অর্ডারকে আগেই মাঠে না নামিয়ে শেষ দিকে রান তোলার সুযোগ দেবে।’

‘যতদূর জানি, এই মাঠে নিউজিল্যান্ড সবশেষ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর প্রায় ৩৪০ রানের লক্ষ্য ৪৫ ওভারেই পেরিয়ে জয় তুলে নিয়েছিল। তাই ভালো একটা ব্যাটিং সহায়ক উইকেট প্রত্যাশা করছি। আশা করছি আমরা পরিকল্পনামাফিক খেলতে পারব।’

আগামী কাল বাংলাদেশের খেলাটি হবে ভোর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে