ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামীকাল মাঠে নামার আগে বাংলাদেশকে হুমকি দিয়ে যা বলল বোল্ট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ০৭ ১৬:১৪:৫০
আগামীকাল মাঠে নামার আগে বাংলাদেশকে হুমকি দিয়ে যা বলল বোল্ট

অবশ্যই এবারো আমাদের নেতৃত্বে থাকবে নিল ওয়াগনার। আশাকরি, ওরাও (বাংলাদেশ) এর জন্য প্রস্তুত আছে। যখন উইকেটে কিছুই থাকে না, কোনো সুইং থাকে না, তখন বাড়তি কিছু একটা করার প্রয়োজন পড়েই। সেদিক থেকে এই অস্ত্রটা আমাদের জন্য বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

হ্যামিল্টনে প্রথম দিন শুরুটা বাংলাদেশের ভালোই হয়েছিল। সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। যদিও পরে খেই হারিয়ে মাত্র ২৩৪ রানে অল আউট হয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই দ্বিতীয় ইনিংসে ৪২৯ রান আসলে ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। এবার বাংলাদেশকে আরো বেশি চেপে ধরতে চায় নিউজিল্যান্ড।

বোল্ট বলেন, ‘হ্যামিল্টন টেস্টের পর আমরা বুঝেছি যে আমাদের কয়েকটা জায়গায় আরেকটু উন্নতি করার সুযোগ আছে। বিশেষ করে শুরুতে আমরা আরো ভালো করতে পারতাম। আমরা ওদের টপ অর্ডারে আরো বেশি চাপ সৃষ্টি করে শুরুতেই উইকেট পেতে চাই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে