ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিবদের হারানোর পর বাংলায় যা বললেন শাহরুখ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২৫ ১১:৩১:১৭
সাকিবদের হারানোর পর বাংলায় যা বললেন শাহরুখ

আইপিএলে নিজের দলের প্রথম ম্যাচে গলা ফাটাতে প্রতিবারই গ্যালারিতে দেখা গিয়েছে কিং খানকে। এবারও ব্যতিক্রম ঘটেনি। দীনেশ কার্তিকদের চিয়ার করতে রোববার দুপুরেই ঘরের মাঠ ইডেন গার্ডেনে পৌছেঁ যান তিনি।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান করে হায়দরাবাদ। এ দিয়ে আইপিএলে অজি তারকার প্রত্যাবর্তনটা হলো দুর্দান্ত। ৫৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮৫ রান করেন বাঁহাতি বিধ্বংসী ওপেনার। এছাড়া বিজয় শংকর খেলেন ২৪ বলে ২টি করে চার–ছক্কায় হার না মানা ৪০ রানের টর্নেডো ইনিংস।

রান তাড়া করতে নেমে সূচনালগ্নে ধাক্কা খায় কলকাতা। দ্রুত ফিরে যান বিস্ফোরক ব্যাটার ক্রিস লিন। পরে সমানতালে রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নাইটসরা। ফলে ম্যাচ প্রায় চলে যায় হাতের বাইরে। ওই সময় দলের হাল ধরেন আন্দ্রে রাসেল ও নিতেশ রানা। এক পর্যায়ে থেমে যান রানা।

শেষ ওভারে দুই ছক্কা মেরে দলকে জেতান শুভমান গিল। ওই ওভার করছিলেন সাকিব। তবে এদিন সবাইকে ছাপিয়ে যান রাসেল। প্রায় সব বলকেই হেলায় মাঠের বিভিন্ন স্ট্যান্ডে ফেলেন ক্যারিবিয়ান তারকা। মাত্র ১৯ বলে ৪৯ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

কাঙ্ক্ষিত জয় পেয়ে উল্লাসে ফেটে পড়েন শাহরুখ খান। যেন হাঁফ ছেড়ে বাঁচেন তিনি। আনন্দের আতিশষ্যে মুখ দিয়ে আওড়ান বাংলা। বলেন শেষপর্যন্ত জিতলাম রে...। পরে গোটা মাঠ প্রদক্ষিণ করেন বলিউড বাদশাহ। ভক্ত-সমর্থকদের জানান ধন্যবাদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে