ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেই শত্রুর বিপক্ষে আজ মাঠে নামছে গেইল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২৫ ১২:১১:২৪
সেই শত্রুর বিপক্ষে আজ মাঠে নামছে গেইল

এমন মাইলফলকের সামনে যখন দাড়িয়ে গেইল, তখন রাজস্থান নিশ্চয়ই এই তারকাকে নিয়ে কিছুটা বাড়তি চিন্তা অবশ্যই করবে। গেইল যেকোন দলের জন্যই বিশাল হুমকি। কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তান্ডব দেখিয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব।

তবে এই দানবকে থামাতে একটা পথ অবলম্বন করতে পারে রাজস্থান। তাদের পেসার ধাওয়ান কুলকারনি হতে পারে দানব বধের অস্ত্র।

কুলকারনি এখন পর্যন্ত গেইলের বিপক্ষে ৩১টি বল করেছে। এই সময়ে ৩ বার গেইলকে আউট করেছেন তিনি। হেড টু হেডে কুলকারনির বোলিংয়ে গেইলের স্ট্রাইকরেট মাত্র ১১৩।

তবে শুধু গেইল নয়, দলটির আরেক তারকা লুকেশ রাহুলও কুলকারনির ১৮ বল মোকাবেলা করেছে। সেখানে তিনবার আউট হয়েছেন তিনি। তাই আজকে এই তারকাদের বদ করার জন্য এই পেসারই হতে পারে ট্রাম্পকার্ড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে