ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে জিম্বাবুয়ের মতো দলের সাথে তুলনা করলেন আফ্রিদি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২৫ ১৩:১৫:০৯
বাংলাদেশকে জিম্বাবুয়ের মতো দলের সাথে তুলনা করলেন আফ্রিদি

চলতি সিরিজে বিশ্রামে আছেন পাকিস্তান ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শাদাব খানদের মতো ক্রিকেটাররা। দলের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেয়াটাকে কিছুতেই ভালোভাবে দেখতে পারছেন না আফ্রিদি।

তিনি বলেন, বাংলাদেশ-জিম্বাবুয়ের মতো কিংবা র‌্যাংকিংয়ের ছয়-সাত নম্বরে থাকা দলের সঙ্গে সিরিজটা হলে আলাদা কথা ছিল। বড় দলের বিপক্ষে নিয়মিত পারফরমারদের ছাড়া খেলা যায় না। অস্ট্রেলিয়া সিরিজে এভাবে সবাইকে বিশ্রাম দেয়া উচিত হয়নি। এমন নয় যে, তারা ১৫-২০ বছর ধরে ক্রিকেট খেলছে। তারাও তো কিছুদিন আগে খেলা শুরু করেছে। ভালো হতো যদি ওদের এ সিরিজে দলের সঙ্গে রাখা হতো।

বুমবুমখ্যাত ক্রিকেটার মনে করেন এ সিরিজে বাবর-ফখররা খেললে তাদের আত্মবিশ্বাস বাড়তো। আফ্রিদি বলেন, অস্ট্রেলিয়া শক্তিশালী দল। সামনে বিশ্বকাপ। অজিদের বিপক্ষে ভালো খেলতে পারলে তাদের আত্মবিশ্বাস বাড়তো। যেটা আসন্ন ক্রিকেটের বৈশ্বিক আসরে কাজে লাগত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে